“আইসিসি সমালোচনায়” মাইকেল হোল্ডিং

মোঃ আলী আকবর রনি
ক্রিড়া প্রতিবেদক:
এবারের বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একের পর আলোচনা সমালোচনা যেন নিয়মিত ব্যাপার হয়ে দাড়াচ্ছে। একেতো এতোবড় একটি আয়োজন যার কোন রিজার্ভ ডে নেই। তার জন্য প্রায় সবগুলো দলই ক্ষতিগ্রস্থ হচ্ছে।
মাঠের ষ্টাম্প ও বেল নিয়েও আলোচনা হচ্ছে। এবারের এখন পর্যন্ত যতগুলো খেলা হয়েছে তার মধ্যে পাঁচবার ষ্ট্যাম্পে বল লাগার পড়ও বেল পড়ে নাই।
তার উপর বাজে আম্পায়ারিং তো আছেই। বাজে আম্পায়ারিংয়ে সচবেয়ে আলোচনা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে বেশী। গেইলকে আম্পায়ারএর দেয়া দুইবার আউটের সিদ্ধান্ত ভিআর এর মাধ্যমে পরিবর্তন করাতো সকল দর্শক নিজেই প্রমান পেয়েছে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ সে ম্যাচে ভালই মাসুল গুনতে হয়েছে ম্যাচ হেরে। আর সেই ম্যাচ নিয়ে আম্পায়ারদের নিয়ে কড়া সমালোচনা করেছিলেন, মাইকেল হোল্ডিং, সেই কারণে তাকে আইসিসি থেকে টিভি ধারাভাষ্যকারদের সতর্কবার্তাও দেয়া হয়েছে। তবে আইসিসির উক্ত সতর্ক বার্তার পর মাইকেল হোল্ডিংও আইসিসিকে পাল্টা জবাব দিয়েছেন।
এই সাবেক ক্যারিবীয় ক্রিকেটার বলেন, পূর্বের আম্পায়রিংয়ের তুলনায় এখনকার মান অনেক হ্রাস পেয়েছে। এবং এব্যাপারে যথেষ্ট আলোচনাও হচ্ছে এখন। একের পর ম্যাচে আম্পায়াররা বিতর্ককৃত সিদ্ধান্ত দিয়ে চলছেন। যেখানে আইসিসি আম্পায়ারদের ভূল সিদ্ধান্ত সুধরানোর চেষ্টা করবে কি উল্টো এ বিষয়ে কথা বলার জন্য আইসিসি ধারাভাষ্যকারদের পিছনে লেগেছে। হোল্ডিং বলেন, ফিফার মতো হও, ফিফা তাদের সংস্থাকে কতটা শক্তিশালী এবং সমালোচনা মুক্ত রাখার চেষ্টা করে।
