12:32 AM, 13 November, 2025

পাকিস্তানকে ৩০৮ রানের টার্গেট অস্ট্রেলিয়ার

australia-vs-pakistan_0

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের ১৭ তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। টওন্টনে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। আর সরফরাজের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেন দুই অজি ওপনার ডেভিড ওয়ার্নার এবং এ্যারন ফিঞ্চ। গড়েন ১৪৬ রানের জুটি।

ব্যক্তিগত ৮২ রানে আমিরের বলে হাফিজের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ফিঞ্চ। এরপর দলীয় ১৮৯ রানে স্টিভ স্মিথ এবং ২২৩ রানে ফিরেন গ্ল্যান ম্যাক্সওয়েল। তবে একপ্রান্ত আগলে রেখে ঠিকই সেঞ্চুরির দেখা পান ওয়ার্নার। শাহিন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার আগে খেলেন ১১১ বলে ১০৭ রানের ইনিংস। এরপর শন মার্শ ২৩ এবং কেরি ২০ রান করলে ৪৯ ওভারে ৩০৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

এদিন পাকিস্তানের হয়ে আগুন ঝরানো বোলিং করেন মোহাম্মদ আমির। ১০ ওভারে মাত্র ৩০ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। এছাড়াও শাহিন শাহ আফ্রিদি নেন ২ উইকেট।