2:02 AM, 13 November, 2025

দাম কমেছে নেইমারের

neymar_44

স্পোর্টস ডেস্কঃ একদিকে ধর্ষণের অভিযোগ অন্যদিকে বড় ইনজুরির কারণে ব্রাজিলিয়ান সুপারস্টারের দাম কমে গেছে প্রায় ১০০ মিলিয়ন। নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে কিনেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের (সিআইইস) প্রতিবেদন বলছে, নতুন মৌসুম শুরুর আগেই নেইমারের দাম কমে গেছে প্রায় ১০০ মিলিয়ন। ২০১৯ সালের শুরুতেও নেইমারের বাজারমূল্য ছিল ২১৩ মিলিয়ন ইউরো।

এছাড়া এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে। এই ঘটনার পরপরই নেইমারের সঙ্গে আর বিজ্ঞাপন নির্মাণ না করার ঘোষণা দিয়েছে আমেরিকান বহুজাতিক প্রতিষ্ঠান মাস্টারকার্ড। বিজ্ঞাপনী চুক্তি বাতিলের ঘোষণা আসতে পারে নাইকি ও রেড বুলের তরফ থেকেও।

ফরাসি পত্রিকা লে’কিপ জানিয়েছে, দুই বছর আগে পিএসজিতে যোগ দেয়ার পর মাত্র ৫২ শতাংশ ম্যাচে মাঠে নামতে পেরেছেন নেইমার। একই সময়ে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ৭৭ শতাংশ ও আর্জেন্টিনার লিওনেল মেসি খেলেছেন ৮৭ শতাংশ ম্যাচ। চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে মাত্র ১৭ ম্যাচ খেলেছেন নেইমার। আর চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও মিস করেন। চোটের কারণে নেইমার আসন্ন কোপা আমেরিকাতে খেলতে পারছেন না।