স্পোর্টস ডেস্কঃ বৃষ্টি বাধায় পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। আর এতে কঠিন হয়ে গেলো বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন।
ম্যাচের দিন ব্রিস্টলে বৃষ্টি হবে এমন সম্ভাবনা আগে থেকেই ছিল। কিন্তু আবহাওয়া অফিসের সে সম্ভাবনাকে মিথ্যা করতে পারেনি প্রকৃতি। সকাল থেকেই মুখ গোমড়া করে রেখেছিল আকাশ, আর তা ঝরে পড়েছে বৃষ্টি হয়ে। শুধু তাই না, বৃষ্টির সাথে ছিল কনকনে বাতাস। এক কথায় পরিবেশ ছিল পুরোপুরি খেলার অনুপযোগী।
তবুও আশায় বুক বেঁধেছিল ভক্তরা অন্তত কার্টেল ওভারে মাঠে গড়াক ম্যাচ। কিন্তু সেই ক্ষীণ সম্ভাবনাটুকুও আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারেনি। তাই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচকে হারিয়ে জিতে গেছে বৃষ্টি।
পরিত্যক্ত হওয়ায় সমান এক পয়েন্ট করে পেয়েছে দু দল। এতে করে আরো ক্ষীণ হলো বাংলাদেশের সেমিতে খেলার আশা। কারণ এর আগের ৩ ম্যাচের একটিতে জয় আছে বাংলাদেশের। হেরেছে ২ টিতে। আজকের ম্যাচ নিয়ে তাই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ালো ৩ পয়েন্ট।
অন্যদিকে ৪ ম্যাচ থেকে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ পয়েন্ট। শুধুমাত্র আফগানিস্তানকে হারিয়েছে লংকানরা। হেরেছে নিউজিল্যান্ডের কাছে। আর ড্র হয়েছে পাকিস্তান আর বাংলাদেশের সাথে ম্যাচ দুটি।
বিশ্বকাপে এর আগে ৩ বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। ৩ বারই হেরেছিল টাইগাররা। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। তাই আজকের ম্যাচে ফেভারিট ছিল বাংলাদেশ। জয় ছাড়া অন্য কিছু ভাবনায় ছিল না মাশরাফি বাহিনীর। সব আশাকে হতাশায় পরিণত করলো বৃষ্টি।
এরপর বাংলাদেশের আর ৫ টি ম্যাচ বাকি রইলো। সেখানে রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারতের মতো শক্তিশালী দল। বাকি তিন দল হলো পাকিস্থান, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। সেমিফাইনালে খেলতে চাইলে জিততে হবে সবকয়টি ম্যাচই। সেটা প্রায় অসম্ভবই বলা চলে। তাই আফসোসে ভোগাবে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম