7:44 AM, 13 November, 2025

৩৫২-তে থামলো ভারত

untitled-1_4588

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের ১৪তম ম্যাচে মুখোমুখি হওয়া অস্ট্রেলিয়াকে ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে ভারত। রবিবার লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হয় সাড়ে ৩টায়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। দলকে এক উড়ন্ত সূচনা এনে এই দুই ব্যাটসম্যান।

শুরু থেকে অসি বোলারদের বিরুদ্ধে ঝড়ো গতিতে রান তুলতে থাকেন ধাওয়ান। অপরদিকে একপাশ আগলে রেখে কিছুটা ধীরে সুস্থে খেলতে থাকেন রোহিত। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের দিশেহারা করে ১৯ ওভারেই একশ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। এর মাঝে ধাওয়ান ৫৩ বলে তুলে নেন ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক।

শতরানের জুটি হওয়ার পরের দুই ওভার পরই ৬১ বলে নিজের ব্যক্তিগত ৪৭ তম অর্ধশতক তুলে নেন রোহিত। তবে ফিফটি করার পর ইনিংসটা বড় করতে পারলেন আগের ম্যাচের এই সেঞ্চুরিয়ান।

ইনিংসের ২৩ তম ওভারে নাথান কল্টার নাইলের বল রোহিতের ব্যাটের কানায় লাগলে ক্যাচ ধরতে ভুল করেননি অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। ৭০ বলে ৩ চার ও এক ছয়ে ৫৭ রান করে আউট হন এই ব্যাটসম্যান।

বিরাট কোহলি করেছেন ৭৭ বলে ৮২ রান। হার্দিক পান্ডিয়া করেছেন ২৭ বলে ৪৮। ধোনি করেছেন ১৪ বলে ২৭। রাহুল ৩ বলে ১১ রান।