8:25 AM, 13 November, 2025

রান পাহাড়ে ইংল্যান্ড, বাংলাদেশের লক্ষ্য ৩৮৭

untitled-1_4577

স্পোর্টস ডেস্কঃ জেসন রয়ের সেঞ্চুরি এবং জনি বেয়ারস্টো ও জস বাটলারের হাফ-সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ফলে জয়ের জন্য টাইগারদের করতে হবে ৩৮৭ রান।

শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে টসে জিতে ইংল্যান্ডকে ব্যটিংয়ে পাঠায় বাংলাদেশ। ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো নেমেই আক্রমণাত্বক ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করে। মাত্র ৩৮ বলে অর্ধশতক তুলে নেন জেসন রয়।

৫০ বলে ৫১ রানে জনি বেয়ারস্টো ফিরলেও মারকুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন রয়। সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে উঠেন তিনি। ৯৩ বলে ১০০ করা রয় আউট হওয়ার আগে ১২১ বলে ৫ ছক্কা ও ১৪ চারের সাহায্যে ১৫৩ রান করেন। এর মধ্যে জো রুটকে ২১ রানে ফিরিয়ে টাইগার শিবিরে কিছুটা স্বস্তি নিয়ে আসেন সাইফউদ্দিন।

এদিকে, জেসন রয় ও বেয়ারস্টোর ফিরে গেলেও তাদের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে ক্রিজে এসে ঝড় তোলেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান জস বাটলার। সাইফউদ্দিনের বলে সৌম্যের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে আসে  ৪৪ বলে ব্যক্তিগত ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপরও ঝড় থামেনি। শেষ দিকে ক্রিস ওকস ৮ বলে ১৮ রান এবং লিয়াম প্লাঙ্কেট ৯ বলে ২৭ রান করলে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৮৬ রান।

বাংলাদেশের পক্ষে মিরাজ ও সাইফউদ্দিন দুটি করে এবং মাশরাফি ও মুস্তাফিজ একটি করে উইকেট নেন।