
খেলার প্রথম থেকেই আর্জেন্টিনা তাদের স্বভাবসুলভ আক্রামণাত্মক খেলতে থাকে। খেলার প্রথম দিকে আর্জেন্টিনা কিছু সহজ সুযোগ নষ্ট করে। কিন্তু খেলার ৩৭মিনিটের মাথায় মেসি যাদু। ডি-বক্সের বাহির থেকে একক প্রচেষ্টায় চারজন ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের ভিতর ঢুকে বাম পায়ের যাদুতে গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করে লিড এনে দেয় আর্জেন্টিার পক্ষে।
ঠিক পরের মিনিটেই আগুয়েরোর শট গোলরক্ষক ফিরেয়ে দেয়া বলে মেসির পায়ে বল মেসির কোন ভূল না করে গোল করে আর্জেন্টিনাকে ২-০গোলের লিড এনে দেয়। ২-০গোলের রেজাল্ট নিয়ে দুই দল বিরতীতে যায়।
মেসিরকে ইনজুরিমুক্ত এবং কোনরকম রিক্স নিতে চাননি আর্জেন্টিনার কোট লিওনেল স্কালোনি, তাই দ্বিতীয়ার্ধে মেসি আর মাঠে নামান নি। মেসি না থাকায় আর্জেন্টিনার খেলায় কোন রকম প্রভাব পড়েনি দ্বিতীয়ার্ধে। আর্জেন্টিনা তাদের আক্রামনাক্মক খেলা দ্বিতীয়ার্ধেও খেলতে থাকে, তার প্রভাবে ৬৩ দলের পক্ষে কর্নারে ডি-বক্সের বল পেয়ে নিচু শটে গোল করেন ইন্টার মিলানের তারকা মার্টিনেজ। আর্জেন্টিনা ৩-০ লিড নেয়। খেলার ৭৩ মিনিটে দারুণ ভলিতে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে গোল করেন মার্টিনেস।
৮১ মিনিটে আরেক বদলি খেলোয়ার রবের্তো পেরেইরা দলের পক্ষে পঞ্চম গোল করেন। খেলার একেবারে শেষ দিকে ডি-বক্সের ভিতরে আর্জেন্টাইন ডিফেন্ডার ওতামেন্ডির হাতে বল লাগলে নিকারাগুয়া পেনাল্টি পায় আর পেনাল্টি থেকে সান্তনাসূচক এক গোল করেন নিকারাগুয়ার হুয়ান বেররেরা।
নির্ধারিত সময় শেষে আর্জেন্টিনা ৫-১ এক গোলের সহজ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। আজকের ম্যাচে দুই গোল করে মেসি জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল সংখ্যা ৬৭টি। আজকের জয় নিয়ে নতুন কোচের অধীনে আর্জেন্টিনার ৯ ম্যাচে ৬ জয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম