
বিশ্বকাপের ১০তম ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। সেই ফলও তিনি পেয়েছেন। ৮ ওভারের আগেই চারটি উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
মাত্র ৩ রান করে সাজঘরে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ১০ বলে ৬ রান করে ফিরেছেন অ্যারন ফিঞ্চ। খাজা আউট হয়েছে ১৩ রান করে। ২ বলে কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন ম্যাক্সওয়েল। স্কোর : ৮ ওভারে চার উইকেটে ৩৮।
কটরেল পেয়েছেন দুটি উইকেট। ওয়ার্নার এবং ম্যাক্সওয়েলের উইকেট নিয়েছেন তিনি। ফিঞ্চকে আউট করেছেন থমাস। আন্দ্রে রাসেল পেয়েছেন খাজার উইকেট।
বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামের ট্রেন্ট ব্রিজে বিকেল সাড়ে ৩টায় খেলাটি শুরু হয়।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পায় অস্ট্রেলিয়া। অন্যদিকে পাকিস্তানের সাথে প্রথম ম্যাচ খেলেছিলো উইন্ডিজ।
সেই ম্যাচে পাকিস্তানকে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানেই অলআউট করে, ক্রিস গেইলের ৪৩ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংসে ৭ উইকেটের দুর্দান্ত জয় পায় উইন্ডিজ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম