
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচে নিউজিল্যান্ড অধিনায়ক টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়।
চলতি আসর দু'দলই শুরু করেছে জয় দিয়ে। বাংলাদেশ ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচে হারিয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে। এদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
প্রথম পর্বে ভালো অবস্থানে থাকার জন্য দু'দলই আজ তাই মাঠে নামছে জয়ের জন্য।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম