8:25 AM, 13 November, 2025

আজ মুখোমুখী হচ্ছে বাংলাদেশে নিউজিল্যান্ড

bangladesh-and-new-zealand

স্পোর্টস ডেস্কঃ এবারের বিশ্বকাপ যাত্রাটা দারুণ করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ২১ রানে। তাতে আশার পালে হাওয়াটা লেগেছে আরো প্রবল বেগে। আর সেমিফাইনালের স্বপ্নটা হচ্ছে আরো চকচকে। চকচকে এমন স্বপ্ন বুকে নিয়ে আজ আবারো মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। লন্ডনের কেটিংটন ওভালে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়।

প্রথম ম্যাচ থেকে দুই পয়েন্ট পাওয়ায় স্বভাবতই একটু কমফোর্ট জোনে থাকবে মাশরাফির বাংলাদেশ। সাথে প্রবল সাহস। টপ অর্ডাররা সবাই আছেন ফর্মে। ইনিংসের গোড়াপত্তনকারী দুই ওপেনার তামিম, সৌম্য নিয়মিতই রান পাচ্ছেন। ইঞ্জুরি থেকে ফিরে তিন নাম্বারে দুর্দান্ত ব্যাট করছেন সাকিব। আর মিডল অর্ডারে রানের চাকা বয়ে নেয়ার কাজে একটু ভুল করছেন না মুশফিক, মিথুনরা। যদিও প্রথম ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি মিথুন, তবুও এই উইকেট কিপার ব্যাটসম্যানেই আস্থা মাশরাফির। আর শেষের কাজটাও ভালোভাবেই সারছেন সাব্বিরের বদলি হিসেবে নামা মোসাদ্দেক।

বোলিংটাও খারাপ হচ্ছে না টাইগারদের। দক্ষিণ আফ্রিকার সাথে বিগ ম্যাচেও কিপটে বোলিং কতছেন সাকিব, মিরাজ। যদিও দুজনেই পেয়েছেন মাত্র একটি করে উইকেট। কিন্তু ডু প্লেসিসকে বোল্ড করার ডেলিভারিটা নিঃসন্দেহে টাইগারদের জয়ের অন্যতম একটা নিয়ামক ছিল তা অস্বীকার করার কোন উপায় নেই। সাকিব, মিরাজের মতো কিপটে বোলিং আসেনি মাশরাফি, সাইফুদ্দিনের কাছ থেকে। তবুও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন সাইফুদ্দিন। দলের এমন সময়ে তাই জয় ছাড়া বিকল্প ভাবছে না কেউই।

কোন অংশে পিছিয়ে নেই নিউজিল্যান্ডও। নিজেদের প্রথম ম্যাচে তারাও জয় পেয়েছে। ১০ উইকেটের জয়ে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। প্রতি বিভাগেই দারুণ করছে গত আসরের ফাইনালিস্টরা। কন্ডিশনের ফায়দাটা সামান্য হলেও বেশি পাবে কেন উইলিয়ামসনের দল। তাছাড়া ঘরের মাঠে তাদের আছে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার তরতাজা স্মৃতি। একটা ম্যাচেও তারা পাত্তা দেয়নি মাশরাফিদের। তাই হোম সিরিজ থেকে আজো উৎসাহের জ্বালানি পাবে ব্ল্যাকক্যাপসরা।

ওপেনিংয়ে নিজের সেরা ছন্দে আছেন মার্টিন গাপটিল। শেষ কয়েক বছরে এই ওপেনার খেলেছেন বেশ কিছু লম্বা ইনিংস। যা দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। গত ম্যাচেও শ্রীলঙ্কার সাথে খেলেছেন ম্যাচ জয়ী নক। তাই আজো যদি নিজের চেনা ছন্দে থাকেন গাপটিল, তাহলে কপাল পুড়বে বাংলাদেশের।

গাপটিল ছাড়াও আরো বেশ কয়েকজন ম্যাচ উইনার আছেন কিউই দলে। কেন উইলিয়ামসনের ব্যাটিং স্বামর্থ্য নিয়ে কারো সন্দেহ নেই। নিজের দিনে সেরা এই অধিনায়ক। প্রয়োজনে বুক চিতিয়ে লড়াই করে জয় ছিনিয়ে আনার মন্ত্রটাও ভালোভাবে রপ্ত আছে ব্ল্যাকক্যাপস কাপ্তানের। রস টেইলর, টম লাথামের অভিজ্ঞতা নিয়েও কোন দ্বিমত নেই কারো। এরাও যেকোন সময় ভয়ংকর হয়ে উঠতে পারেন।

বোলিং লাইনআপটা আরো ভয়ংকর কিউইদের। ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন, ম্যাট হেনরিরা যেকোন দলের ব্যাটিং লাইনে ধবস নামানোর জন্য যথেষ্ট। দলে আছে মিচেল সান্টনারের মতো বিপজ্জনক স্পিনার। সবকিছু মিলিয়ে প্রতিপক্ষদের বুড়ো আঙুল দেখানোর মতো যথেষ্ট রসদ মজুদ আছে নিউজিল্যান্ডেরও।