২০০ ম্যাচের সামনে দাঁড়িয়ে সাকিব

স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের রেকর্ড বয় নামেই যার পরিচিত। এক যুগের ক্যারিয়ারে গড়েছেন অনেক কীর্তি, নিজেকে তুলেছেন রেকর্ডের পাতায়, আর ছাড়িয়ে গেছেন অনেককেই।
দলের অনেক জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া এ ক্রিকেটার দাঁড়িয়ে আছেন আরো একটি রেকর্ডের সামনে। কাল নিউজিল্যান্ডের সাথে মাঠে নামলেই গড়ে ফেলবেন তৃতীয় বাংলাদেশি হিসেবে ২০০ ম্যাচ খেলার অনন্য কীর্তি। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এর আগে মাশরাফি এবং মুশফিকের আছে ২০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা। মাশরাফি খেলেছেন ২০৮ ম্যাচ আর মুশফিকের ঝুলিতে আছে ২০৬ ম্যাচ খেলার অভিজ্ঞতা।
উল্লেখ্য, গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে ১৯৯ তম ম্যাচ খেলেছেন সাকিব। এদিন দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫০০০ হাজার রান এবং ২৫০ নেয়ার আরো একটি কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার। তাছাড়া মুশফিকের সাথে ১৪২ রানের একটি জুটি গড়েছিলেন সাকিব। যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। এদিন ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতেও একটি উইকেট শিকার করেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।
