11:45 AM, 13 November, 2025

ইংল্যান্ডকে হারিয়ে ২১ রানে পাকিস্থানের জয়

pakistan_32

স্পোর্টস ডেস্কঃ টানা ১১ ম্যাচ হারার পর জয়ের দেখা পেল পাকিস্তান। জো রুট আর জস বাটলারের দুর্দান্ত সেঞ্চুরিও বিশ্বকাপের শুরু থেকে আলোচনায় থাকা ‘হট ফেবারিট’ দল ইংল্যান্ডকে হার থেকে বাঁচাতে পারেনি। সাম্প্রতিক দুর্দান্ত পারফর্মেন্স করা ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে বোলিং নৈপূণ্যে রুদ্ধশ্বাস ম্যাচে ১৪ রানে জয় পেল সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান।

বড় টার্গেট ৩৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইংলিশ ওপেনার জ্যাসন রয় ব্যক্তিগত ৮ রানে বিদায় নেন। আরেক ওপেনার জনি বেয়ারস্টো ৩১ বলে করেন ৩২ রান। তিন নম্বরে নেমে জো রুট এই বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি হাঁকান। ১০৪ বলে ১০টি চার আর একটি ছক্কায় করেন ১০৭ রান। দলপতি ইয়ন মরগানের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। মিডলঅর্ডারে নেমে বেন স্টোকস (১৩) বেশিদূর যেতে পারেননি।

জো রুটের সঙ্গে জুটি বেধে ১৩০ রান তোলেন জস বাটলার। চলমান বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি করেন বাটলার। মাত্র ৭৬ বলে ৯টি চার আর দুটি ছক্কায় করেন ১০৩ রান। ৪৮তম ওভারে ওয়াহাব রিয়াজের পর পর দুই বলে বিদায় নেন ২০ বলে ১৯ রান করা মঈন আলি এবং ১৪ বলে ২১ রান করা ক্রিস ওকস। জোফরা আর্চার ১ রানে বিদায় নেন। আদিল রশিদ ৩, মার্ক উড ১০ রানে অপরাজিত থাকেন।

ওয়াহাব রিয়াজ তিনটি, মোহাম্মদ আমির দুটি, শাদাব খান দুটি, মোহাম্মদ হাফিজ একটি আর শোয়েব মালিক একটি করে উইকেট তুলে নেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিন হন মোহাম্মদ হাফিজ। এর আগে, বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেট হারিয়ে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩৪৮ রান সংগ্রহ করে পাকিস্তান।সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

ওপেনিং জুটিতে পাকিস্তানকে শুভ সূচনা এনে দেন ইমাম-উল-হক ও ফখর জামান। তাদের ৮২ রানে জুটি ভাঙেন মঈন আলী। মঈনের বলে ফখরকে (৩৬) স্ট্যাম্পিং করেন ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার। পাকিস্তানের বাকি দুই উইকেটও তুলে নেন মঈন। ইমামকে (৪৪) ক্রিস ওকসের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। বাবর আজমকেও (৬৩) ওকসের হাতে ক্যাচ বানান মঈন।

পরে সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ দলীয় ২৭৯ রানের মাথায় বিদায় নেন। মার্ক উডের বলে আউট হওয়ার আগে খেলেন ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস। হাফিজের ৬২ বলে সাজানো ইনিংসে ছিল আটটি চার আর দুটি ছক্কার মার। এরপর মার্ক উড ফিরিয়ে দেন ১৪ রান করা আসিফ আলিকে।

ইনিংসের ৪৮তম ওভারে ক্রিস ওকস বিদায় করেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদকে। ৪৪ বলে পাঁচটি বাউন্ডারিতে ৫৫ রান করেন সরফরাজ। একই ওভারে ওকসের বল তুলে মারতে গিয়ে বিদায় নেন ওয়াহাব রিয়াজ (৪)। শেষ ওভারে ক্রিস ওকস তার তৃতীয় শিকার বানান ৮ রান করা শোয়েব মালিককে। শাদাব খান ১০, হাসান আলি ১০ রান করে অপরাজিত থাকেন। ক্রিস ওকস তিনটি, মঈন আলি তিনটি আর মার্ক উড দুটি করে উইকেট পান।

উল্লেখ্য, প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। আর উইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করে পাকিস্তান।