স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ দিয়ে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করলো বাংলাদেশ। তাই ভক্তমনে উচ্ছাস একটু বেশিই ছিল। কিন্তু কেনিংটন ওভালে টস নিজেদের হয়ে কথা বলেনি এদিন। বাংলাদেশকে তাই প্রথমে ব্যাটিংয়ে পাঠান প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস।
শুরুটা মন্দ করেনি দুই ওপেনার তামিম-সৌম্য। ২৯ বলে ১৬ রান করে তামিম যখন সাজঘরে হাটেন দলীয় রান তখন ৬০। তামিম ফিরে গেলে বেশিক্ষণ স্থায়ী হয়নি সৌম্যর ইনিংস। ক্রিস মরিসের বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ ওপেনার। যাওয়ার আগে করেন ৩০ বলে ৪২ রান। ৯ টি চারের সাহায্যে সাজানো ছিল সৌম্যর ইনিংস।
এরপর সাবলিলভাবে ব্যাট চালাতে থাকেন সাকিব-মুশফিক। এ দুজন যেন পাত্তাই দেয়নি প্রোটিয়া বোলারদের। একের পর এক শটে দিশেহারা করে তুলছিলেন আফ্রিকান বোলারদের। বিরতিহীনভাবে বাড়তে থাকে বাংলাদেশের রান। আর দুজনেই তুলে নেন ফিফটি।
দলীয় ২১৭ রানে সাকিব (ব্যক্তিগত ৭৫) আউট হলে ভাঙে ১৪২ রানের জুটি। এরপর উইকেটে সেট হয়েও ফিরে বেশিক্ষণ টিকেননি মিথুন। আউট হয়ে যান ২১ রান করেই। এরপর দলীয় ২৫০ আর ব্যক্তিগত ৭৮ রানে ফিরে যান মুশফিকও।
শেষের দিকে মাহমুদউল্লাহ ৪৬ আর সৈকত ২৬ করলে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩০ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ইমরান তাহির, মরিস এবং ফেহলুকায়ো নেন ২ টি করে উইকেট।
স্কোর :
বাংলাদেশ ৩৩০/৬ (মুশফিক ৭৮, সাকিব ৭৫)
তাহির ২/৫৭, মরিস ২/৭৩
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম