6:57 AM, 13 November, 2025

আজ মিশন শুরু বাংলাদেশের, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

bangladesh_120

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড-আফ্রিকা ম্যাচের মধ্য দিয়েই পর্দা উঠেছে ১২ তম ক্রিকেট বিশ্বকাপের। ইতোমধ্যে মাঠে গড়িয়েছে ৪ টি ম্যাচ। তবে আজকের দিনটি টাইগার ফ্যানদের বাড়তি মনোযোগ টানছে। কারণ নিজেদের বিশ্বকাপ মিশনে আজই প্রথম মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লন্ডনের  কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩ টায়।

দলগত অবস্থানের দিক দিয়ে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। নিজেদের দিনে হারাতে পারে যে কোন দলকেই। দলগত পার্ফরম্যান্সের সাথে আছে কঠোর মনোবল।

প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে হরলেও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজটা বাড়তি অনুপ্রেরণা জোগাবে বাংলাদেশকে। কারণ এবারই প্রথম কোন বৈশ্বিক টুনামেন্টে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আর এ টুর্নামেন্টজুড়ে ফর্মে ছিল সব ক্রিকেটাররাই। টপ অর্ডারে তামিম, সৌম্য, মুশফিক, লিটন, মিথুনরা ছিলেন রানে। বল হাতে মাশরাফি, সাকিব, মিরাজ, সাইফুদ্দিনরা ভরসা জুগিয়েছে। ফিল্ডিংয়েও এসেছে কিছু সাফল্য।

এছাড়াও বাংলাদেশের আশার পালে বাড়তি হাওয়া লাগাতে পারে ২০০৭ সালের জয়টি। সে ম্যাচে বাশার বাহিনীর কাছে কুপোকাত হয়েছিল গ্রায়েম স্মিথের দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে আশরাফুলের ৮৩ বলে ৮৭ আর তামিম, আফতাবের দুটি ছোট ইনিংসের উপর ভর করে ২৫১ রানের পৃঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে আ. রাজ্জাক, সৈয়দ রাসেল আর সাকিবের বোলিং তোপে মাত্র ১৮৪ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ পায় ৬৭ রানের জয়। এছাড়াও ২০১৫ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজও অনুপ্রেরণা দিতে পারে বাংলাদেশকে। কারণ ওই বারই প্রথম দ্বিপাক্ষিক কোনো সিরিজে প্রোটিয়াদের হারিয়েছিল বাংলাদেশ।

এতসব সুখ স্মৃতি কাটিয়ে দুঃখ উকি দিচ্ছে টাইগার শিবিরে। কারণ ইঞ্জুরি জেঁকে বসেছে মাশরাফি, তামিম, সাইফুদ্দিনদের। শঙ্কা আছে তামিমকে নিয়েও। তবে খেলার সম্ভাবনা কিছুটা প্রবল হয়েছে তামিমের।

সব দিক দিয়েই আজকের ম্যাচে ফেভারিটের তকমা থাকবে ফাফ ডু প্লেসিসের দলের। কারণ কন্ডিশন কিছুটা সহায়ক ভূমিকা পালন করবে তাদের জন্য। এ দলে আছে কুইন্টন ডি কক, হাশিম আমলা, জেপি ডুমিনি, মিলারের মতো ক্রিকেটারা। এরা জ্বলে উঠলে কপাল খারাপ আছে বিপক্ষ দলের বোলারদের। সাথে বোলিং লাইনটাও দারুণ প্রোটিয়াদের। খুশির সংবাদ হলো ইঞ্জুরি কাটিয়ে আজ দলে ফিরবেন স্পিডস্টার ডেল স্টেইন। ইঞ্জুরি কাটিয়ে উঠেছেন অলরাউন্ডার ক্রিস মরিসও। আর এরা ফিরলে আজ কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশ ব্যাটসম্যানদের। তাছাড়া প্রথম ম্যাচ হেরে আজ ২ পয়েন্ট নিতে মরিয়া থাকবে আফ্রিকানরা।

তাছাড়া বাংলাদেশের বাংলাদেশের সাথে সবশেষ সিরিজকেও টনিক হিসেবে নিতে পারে ডু প্লেসিসের দল। নিজেদের ঘরের মাঠে ২০১৭ সালে বাংলাদেশকে হারের তিক্ত অভিজ্ঞতা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেবার প্রায় প্রতি ম্যাচেই তাদের কাছে নির্মমভাবে হেরেছিল বাংলাদেশ। আর সব ফরম্যাটেই প্রোটিয়ারা দেখিয়েছিল নজরকাড়া পার্ফরম্যান্স।

কিছুটা দুশ্চিন্তা আছে প্রোটিয়া শিবিরেও। ইংল্যান্ডের সাথে ম্যাচে মাথায় বলের আঘাত লাগায় আজ অনিশ্চিত দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাশিম আমলা। সাথে নতুনদের পার্ফরম্যান্সও ভাবাচ্ছে দলকে। প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। তাই দলও হেরে গেছে বাজেভাবে। আর তাই আজ একটু বাড়তি চাপ থাকবে ম্যাচ জয়ের জন্য। আর এ চাপটি তাদের হারের আরেকটি  কারণ হতে পারে।