8:07 AM, 13 November, 2025

১৩৬ রানেই অলআউট শ্রীলঙ্কা

sri-lanka-vs-new-zealand_0

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ১৩৬ রানেই অলআউট হলো শ্রীলঙ্কা। এদিন কার্ডিফের সোফিয়া গার্ডেনে টসে হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। দলীয় ৪ রানেই সাজঘরে ফিরেন ওপেনার লাহিরু থিরিমান্নে। তিনি ম্যাট হেনরির শিকারে পরিণত হন।

এরপর ৪২ রানের জুটি গড়েনন কুশাল পেরেরা ও কুশাল মেন্ডিস। কিন্তু ৪৬ রানের সময় এই দুইজনের বিদায় ঘণ্টা বাজিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান ম্যাট হেনরি। হেনরি হ্যাট্রিক না করতে পারলেও ৫৩ রানের মাথায় নতুন ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভাকে ঠিকই আউট করেন লুকি ফার্গুসন। দলীয় ৫৯ রানের সময় অজন্তা মেন্ডিসকে ফিরিয়ে দেন গ্রান্ডহোম।

টপ অর্ডারের এ ভরাডুবি কাটিয়ে উঠতে পারেনি লোয়ার অর্ডাররাও। ১১২ ও ১১৪ রানের মাথায় আউটের মিছিলে সামিল হন যথাক্রমে তিসারা পেরেরা ও উসুরু উদানা। আর শেষের দিকে সুরাঙ্গা লাকমল ও দিমুথ করুণারত্নে আউট হয়ে গেলে ২৯,১ ওভারে ১৩৫ রানেই শেষ হয় লংকানদের ইনিংস। তবে সবার ব্যর্থতার দিনে এদিন একাই লড়াই চালিয়ে গেছেন দিমুথ করুণারত্নে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে খেলে গেছেন ৮৪ বলে ৫২ রানের লড়াকু এক ইনিংস।

স্কোর-

শ্রীলঙ্কা : ১৩৬/১০ (২৯.১ ওভার) দিমুথ করুণারত্নে ৫২

ম্যাট হেনরি ৩/২৯, লুকি ফার্গুসন ৩/২২