উইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্কঃ ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান। ক্রিকেট ভক্তরা অনেকেই একটি ‘হাই-ভোল্টেজ’ ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু ম্যাচটি যে এরকম এক পেশে হবে তা হয়তো কেউই ভাবতে পারেনি।
মাত্র ১৩ ওভার ৪ বলে ম্যাচটি নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা। ৩ উইকেট হারিয়ে ১০৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের এই ম্যাচ দিয়ে টানা ১২ ম্যাচ হারলো পাকিস্তান।
পাকিস্তানের দেওয়া ১০৫ রানের টার্গেটে খেলতে নেমে ক্রিজ গেইলের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ বলে ৫০ রানে আউট হন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পূরণ। এছাড়া শাই হোপ ১১ রান, ডারেন ব্রাভো শূন্য রান করেন এবং শিমরন হেটমায়ার ৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে শুক্রবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু উইন্ডিজের বোলিং আক্রমণে ধ্বংসস্তুপে পরিণত হয় পাকিস্তান। ২১ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১০৫ রান।
তৃতীয় ওভারে ১৭ রানে ইমাম উল হক হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। ১১ বলে ২ রান করে শেলডন কট্রেলের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইমাম। এরপর সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে পাকিস্তান দলে।
দলের সর্বোচ্চ রান করেন ফখর জামান ও বাবার আজম। দুজনেই করেন ২২ রান। এ ছাড়া হারিস সোহেল করেন ৮, সরফরাজ আহমেদ (অধিনায়ক) ৮, মোহাম্মদ হাফিজ ১৬, ইমাদ ওয়াসিম ১, শাদাব খান ০, হাসান আলি ১ ওয়াহাব রিয়াজ ১৮ রান। আর মোহাম্মাদ আমির ৩ রানে অপরাজিত।
উইন্ডিজের হয়ে ওশান থমাস নেন ৪টি উইকেট। আর জেসন হোল্ডার ৩টি, আন্দ্রে রাসেল ২টি এবং শেলডন কট্রেল সংগ্রহ করেন একটি উইকেট। অন্যদিকে পাকিস্তানের মোহাম্মদ আমির একাই নেন তিনটি উইকেট।
