6:37 AM, 13 November, 2025

উইন্ডিজে বিধ্বস্ত পাকিস্তান

west-indies-vs-pakistan

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ক্রিকেট ভক্তরা একটি ‘হাই-ভোল্টেজ’ ম্যাচ দেখার অপেক্ষায় ছিল। কিন্তু উইন্ডিজের বোলিং আক্রমণে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পাকিস্তান। ২১ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করেছে ১০৫ রান।

শুক্রবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। কিন্তু শুরুটা ভালো করতে পারেনি তারা।

তৃতীয় ওভারে ১৭ রানে ইমাম উল হক হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। ১১ বলে ২ রান করে শেলডন কট্রেলের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইমাম। এরপর সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে পাকিস্তান দলে।

একের পর এক ব্যাটসম্যান আসেন। কিন্তু ক্রিজে বেশি সময় স্থায়ী হতে পারেন নি কেউই। যেন ব্যাটসম্যানরা প্রতিযোগিতায় নেমেছে কে কত দ্রুত মাঠ থেকে বিদায় নিতে পারে। দলের সর্বোচ্চ রান করেন ফখর জামান ও বাবার আজম। দুজনেই করেন রান ২২।

এছাড়া হারিস সোহেল করেন ৮, সরফরাজ আহমেদ (অধিনায়ক) ৮, মোহাম্মদ হাফিজ ১৬, ইমাদ ওয়াসিম ১, শাদাব খান ০, হাসান আলি ১ ওয়াহাব রিয়াজ ১৮ রান। আর মোহাম্মাদ আমির ৩ রানে অপরাজিত।

উইন্ডিজের হয়ে ওশান থমাস নেন ৪টি উইকেট। আর জেসন হোল্ডার ৩টি, আন্দ্রে রাসেল ২টি এবং শেলডন কট্রেল সংগ্রহ করেন একটি উইকেট।

বিশ্বকাপের এই ম্যাচের আগে টানা ১১টি ম্যাচ হেরেছে পাকিস্তান। এমনকি একমাত্র প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের সঙ্গেও হেরেছেন সরফরাজরা। এখন দেখার বিষয় ১০৫ রানের পুঁজি নিয়ে ক্যারিবীয়দের সঙ্গে লড়াই করে কতদূর যেতে পারে পাকিস্তান।