মাশরাফির পছন্দ কোহলি

স্পোর্টস ডেস্কঃ ব্যাট-বলের লড়াই শুরুর আগে লন্ডনে আজ ১০ দলের অধিনায়কদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল। এ সংবাদ সম্মেলনে সব অধিনায়ককে প্রশ্ন করা হয়, সুযোগ পেলে অন্য দল থেকে কাকে পেতে চাইতেন তারা। জবাবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি সরাসরি বলেছেন- কোহলিকে চাইতেন তিনি।
প্রথমে প্রশ্নটি করা হয়েছিল মরগানকে। কিন্তু প্রথমে তিনি কিছুটা অস্বস্তিতে পড়ে যান। বলেন, আমি আমার দল নিয়ে খুশি। পরে অবসর নেয়া এক অস্ট্রেলিয়ার কথা বলেন তিনি। মরগান বলেন, আমি রিকি পন্টিংকে পেতে চাইতাম।
আর এ তালিকায় ভারতের অধিনায়ক বিরাট কোহলির পছন্দ ছিল ফাফ ডু প্লেসিস। তবে এই প্রশ্নের জবাবে বেশিরভাগ অধিনায়কই বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছে। তবে সরাসরি উত্তর দিতে দ্বিধা করেননি মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির দিকে প্রশ্নটি আসতেই কোহলির দিকে ইঙ্গিত করে বলেন, দ্যাট গাই। আমি তাকেই পেতে চাইতাম।
বিশ্বকাপ নিয়ে মাশরাফি বলেন, সবকিছু মানসিক প্রস্তুতির উপির নির্ভর করছে। টুর্নামেন্ট খুব নিকটে। আমরা দল হিসেবে এগিয়ে যেতে চাই।
উল্লেখ্য, আগামী ৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ১২ তম ক্রিকেট বিশ্বকাপের। আর বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
