
স্পোর্টস ডেস্কঃ আর মাত্র ছয় দিন। তারপরই ইংল্যান্ড-ওয়েলসে শুরু হয়ে যাবে ১২ তম ক্রিকেট বিশ্বকাপের আসর। আর এ নিয়ে ক্রিকেট পাড়ায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এবার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো নিয়ে বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক ও বর্তমান ক্রিকেটাররা তাদের মতবাদ জানাচ্ছেন।
এবার ভারতীয় সংবাদ সংস্থা ই্ন্দো-এশিয়ান নিউজ সার্ভিস এ সাকিব আল হাসান আসন্ন বিশ্বকাপ ও বাংলাদেশ দলের ব্যাপারে কথা বলেছেন। তার মতে এবার বিশ্বকাপে সেরা সময়ে আছে বাংলাদেশ। সাকিব বলেন- আমি মনে করি এই সময়ে আমাদের বিশ্বকাপ জেতার সেরা সময়। কিন্তু টুর্নামেন্টের ফরম্যাটটাও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে খেলতে হবে। যদি আমরা সেটি করতে পারি, অবশ্যই আমরা বিশ্বকাপের নক আউট পর্বে খেলবো এবং সেখান থেকে এগিয়ে যেতে পারবো। আমি বিশ্বাস করি আমরা এই সময় ভালো করবো।
ট্রফি জেতার সামর্থ্যও রাখে বাংলাদেশ বিশ্বাস সাকিবের ‘ব্যক্তিগতভাবে আমি অবশ্যই প্রত্যাশা করি বাংলাদেশ এ্ই সময় ট্রফি জিতবে। কিন্তু স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে আমাদের অনেক বিষয় মাথায় রাখতে হবে।
বাংলাদেশের এই দলটিকে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে অন্যতম সেরা দল ভাবা হচ্ছে। তবে বোলিং নিয়ে কিছুটা চিন্তা আছে সাকিবের। তিনি বলেন- আমি মনে করি আমরা খুব ভালো একটি দল। তবে আমার কিছুটা শঙ্কা আছে বোলিং নিয়ে। সেটি নতুন বল কিংবা ডেথ বোলিং দুটি নিয়েই। তবে আমি অনেক আশাবাদি আমরা এটা কাটিয়ে উঠতে পারবো।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম