তামিমের প্রশংসায় কুম্বলে

স্পোর্টস ডেস্কঃ এবার তামিমকে প্রশংসায় ভাসালেন ভারতের সাবেক লেগ-স্পিনার ও কোচ অনিল কুম্বলে। তিনি বলেন, ‘তামিম ইকবাল কোনো দলের বোলিং লাইনআপ ভেঙে চুরমার করার ক্ষমতা রাখে। বর্তমানে বিশ্বের সেরা ওপেনার সে।’
অনিল কুম্বলে আরো বলেন, ‘বাংলাদেশের সামর্থ্য নিয়ে কোন সংশয়ের জায়গা নেই। তামিম, সাকিব ও মুশফিকুর রহিম বছরের পর বছর ভালো ক্রিকেট খেলে আসছে। এবার ওরা বিশ্বকাপে দুর্দান্ত খেলবে।’
তিনি বলেন, ‘নকআউট ম্যাচে বাংলাদেশ নিজেদের মেলে ধরতে পারে না। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়ন্স সেমিফাইনালে সেটা দেখা গেছে। বিশ্বকাপে এই বাধাঁ পার হতে হবে। এটাই বাংলাদেশের জন্য আসল চ্যালেঞ্জ।’
