কোপার জন্য ২৩সদস্য আর্জেন্টিনার দল ঘোষনা

মঙ্গলবার মহাদেশের ফুটবলের সেরা প্রতিযোগীতার জন্য আর্জেন্টাইন ২৩ সদস্যের দল ঘোষনা করেন কোচ লিওনেল স্কালোনি। বরাবরে মতো এবারও দলের নেতৃত্ব দিবেন পৃথিবীর সেরা খেলোয়ার লিওনেল মেসি।
১৪ই জুন অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকা। এবারের আসরটির আয়োজক ব্রাজিল। আর্জেন্টিনা শেষবার ১৯৯৩সালে কোপা চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর দীর্ঘ শিরোপা শূণ্য আছে যে কোন প্রতিযোগীতাপূর্ণ আসর থেকে।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)
ডিফেন্ডার: হুয়ান ফইথ (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), রামিরেস ফুনেস মোরি (ভিয়ারিয়াল), রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন), মিল্তন কাসকো (রিভার প্লেট)
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), গিদো রদ্রিগেস (আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এসেকিয়েল পালাসিও (রিভার প্লেট), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো দে পল (উদিনেজে), আনহেল দি মারিয়া (পিএসজি)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), পাওলো দিবালা (ইউভেন্তুস), মাতিয়াস সুয়ারেস (রিভার প্লেট)
