3:13 PM, 13 November, 2025

আয়ারল্যান্ডকে উড়িয়ে বড় জয় পেল আফগানিস্তান

Sehjad. DBARTA

মোঃ আলী আকবর রনী,ক্রিড়া প্রতিবেদকঃ

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে আফগানিস্তান সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল। এবার সেই আয়ারল্যান্ডকেই বিধ্বস্ত করল আফগানিস্তান। প্রথম ম্যাচে সবগুলো বিভাগেই আফগানিস্তান নাস্তাবুধ হয়েছিল আয়ারল্যান্ডের কাছে। কিন্তু তারা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়ালো এক বিশাল জয় দিয়ে।
প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৮ রানেই গুটিয়ে গিয়েছিল। এবার আর সেই ভূল করেনি আফগানিস্তান।

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথমেই নুর আলি জাদরান এর উইকেট হারায় আফগানিস্তান। রহমত শাহর সঙ্গে ২৮ ওভার স্থায়ী ১৫০ রানের জুটিতে দলকে বিশাল রানের সংগ্রহের উপর দাঁড় করান ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেওয়া শাহজাদ।
আফগানিস্তানের পক্ষে আহমেদ শাহজাদ ৮৮ বলে ১৬ চারে ১০১ রান করেন। এছাড়া রহমত শাহ্ করেন ৬২, হাশমাতুল্লাহ্ শাহিদী ৪৭ এবং শেষ দিকে এসে ঝড় ইনিংস উপহার দেন নাজিবুল্লাহ জারদান, নাজিবুল্লাহ করেন ৩৩ বলে ৭চার এবং ৩ ছয়ে ৬০ রান করে, নির্ধারিত ৫০ওভারে ৭উইকেট হারিয়ে ৩০৫রান সংগ্রহ করেন।
আয়ারল্যান্ডের পক্ষে মার্ক এডার ৩, এন্ড্রি ম্যাকব্রিন ২, পল ষ্ট্যালিং ১ উইকেট নেন।

আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে প্রথমে এতটা খারাপ করেনি। কিন্তু তাদের ৮৪রানের তিন উইকেট পতনের পর যেন তারা খেই হারিয়ে ফেলে। নিয়মিত ভাবে উইকেট এর পতন হতে থাকে, শেষ পর্যন্ত ৪১ওভার ২বলে সবগুলো উইকেট হারিয়ে ১৭৯রান সংগ্রহ করে, আফগানিস্তানের নিকট ১২৬রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। আয়ারল্যান্ডের পক্ষে পল ষ্ট্যালিং ৫০,  গ্রেরী উইলসন ৩৪ রান করেন।
আফগানিস্তানের গুলবান নাইম একাই ৪৩রানের বিনিময়ে ৬উইকেট নেন। তাছাড়া দাওলাত জারদান, আফতাব আলম এবং রহমত শাহ্ ১টি করে উইকেট সংগ্রহ করেন।