দোয়া চেয়ে দেশ ছাড়লেন মাশরাফি

স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জয়ের পর পরই ছোট বিরতিতে দেশে ফিরেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা। তিন দিনের ছুটি শেষে আজ বুধবার বিশ্বকাপ মিশনে দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ডে উড়াল দেন তিনি। যাওয়ার আগে সবার দোয়া চাইলেন এই বাংলাদেশ অধিনায়ক।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রস্তুতিটা দারুণ হয়েছে। প্রথমবারের মতো বহুজাতীয় টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে তারা। তাও আবার অপরাজিত চ্যাম্পিয়ন!
এবার মিশন বিশ্বকাপ। বিশ্বসেরার মঞ্চে দলের প্রত্যাশা নিয়ে মাশরাফি বলেন, ‘প্রতিটা টুর্নামেন্টের শুরুটাই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপেও ভালো শুরু করতে পারলে, ভালো কিছু হবে। দুইটা আলাদা টুর্নামেন্ট। আশাকরি, সবার আত্মবিশ্বাস ভালো আছে। টুর্নামেন্ট যেহেতু আলাদা তাই ওখানেও শুরুটা খুব গুরুত্বপূর্ণ। ভালো শুরু করতে পারলে, আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’
মাশরাফি আরো বলেন, ‘সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো করার। দোয়া করবেন আমাদের দল যেন ভালো করতে পারে।’
বিশ্বকাপ স্কোয়াডের ১৩ জন সদস্য ইংল্যান্ডের লেস্টারে অবস্থান করছে। আগামীকাল কার্ডিফে চলে যাবে টাইগাররা। মাশরাফি বুধবার দেশ ছাড়লেন দলের সাথে যোগ দেয়ার জন্য। অপরদিকে, তামিম ইকবাল দুবাই থেকে সরাসরি কার্ডিফে দলের সাথে যোগ দেবেন।
বিশ্বকাপের মিশনে নামার আগে এর আগে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। ২ জুন দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিয়ে শুরু হবে তাদের আসল লড়াই।
