প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০১৯, ১:১৯ পি.এম
লিগে মোহামেডানের তৃতীয় জয়

মোঃ আলী আকবর রনী
ক্রিড়া প্রতিবেদকঃ
একসময়কার ঢাকা ফুটবল লিগে যাদের জয় ছিল নিয়মিত। আজ তাদের জয় দেখা যেন অসাদ্বের সাধন হিসেবে ধরা হয়। চলমান লিগের মোহামেডান তৃতীয় জয়। গতকালকের ম্যাচে তারা তাদের ১৪তম ম্যাচে মুখোমুখি হয় একঝাকঁ তারুন্য নির্ভর দল আরামবাগ ক্রিড়া সংঘের বিপক্ষে। লিগের প্রথম পর্বে তারা এই আরামবাগের কছেই তারা ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। খেলাটি অনুষ্ঠিত হয়েছিল গত শুক্রবার। কিন্তু ঝড় ও ব্রজপাতের জন্য খেলা শুরু হওয়ার তিন মিনিটের মধ্যে খেলাটি বন্ধ করে দিতে বাধ্য হয় ম্যাচ রেফারি। পরবর্তীতে খেলাটি শনিবার নির্ধারণ করা হয়। এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত অনুযায়ী খেলা তিন মিনিট থেকেই আবার শুরু করা হয়। খেলা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, শনিবার ১৮ই মে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।
লিগের দ্বিতীয় পর্বের দলবদলে মোহামেডান কিছু নতুন খেলোয়ার যুক্ত করে দলটিকে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করে। তার ফল হিসেবে এটা তাদের টানা দ্বিতীয় জয়।
খেলার প্রথম থেকেই মোহামেডান গুছিয়ে খেলতে থাকে। একাধিক বার আক্রমন করেও গোল পাচ্ছিলা আরামবাগের গোলকিপার হিমেলের অসাধারণ কিছু গোল সেভের জন্য। কিন্তু খেলার ১৬ মিনিটের সময়
দিয়াবাতের কাট ব্যাকে বল পায় তকলিস, এবার আর রক্ষা করতে পারেন নি আরামবাগ গোল রক্ষক মাজহারুল ইসলাম হিমেল। তকলিসের অসাধারন প্লেসিং শটে আরামবাগের জালে বল প্রবেশ করিয়ে গোল উৎসবে মেতে উঠে মোহামেডান খেলোয়াররা।
খেলার নির্ধারিত সময়ে উপর্যপুরি আক্রমন করেও মোহামেডান গোলরক্ষক এবং ভাগ্যের কারণে গোল বঞ্চিত থাকতে হয় আরামবাগ ক্রিড়া সংঘকে। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় মোহামেডান ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ে মোহামেডান ১৩ ম্যাচে ৩জয় ৩ ড্র এবং ৮ পরাজয়ে ১২পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১০ স্থানে। অন্যদিকে আরামবাগ ১৩ম্যাচে ৬জয় ১ড্র এবং ৬পরাজয়ে ১৯পয়েন্ট নিয়ে লিগের ৫ম স্থানে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম