স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শুক্রবার (১৭ মে) উইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
প্রথমে ব্যাট করতে নেমে দারুণ খেলতে থাকে উইন্ডিজ ওপেনার হোপ ও অ্যামব্রিস। ২০.১ ওভারে ১৩১ রানের পর ম্যাচে বৃষ্টি আঘাত হানে। বৃষ্টির কারণে ম্যাচ অনেকক্ষণ বন্ধ থাকে। তবে রাত ১০:৩০ মিনিটে ম্যাচ আবারো মাঠে গড়ায় এবং ওভার কমিয়ে তা করা হয় ২৪।
নির্ধারিত ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫২ রান করে উইন্ডিজ। তবে বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদশের দরকার ২১০ রান। ২১০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দুই টাইগার ওপেনার তামিম ও সৌম্য। তবে গ্যাব্রিয়েলের বলে হোল্ডারের হাতে ধরা পড়ে ১৮ রান করে ফিরেন তামিম।
এরপর মাঠে এসেই ফিরে যান সাব্বির। গ্যাব্রিয়েলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে রানের খাতা না খুলেই ফিরেন তিনি। অন্যদিকে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য। তিনি ২৭ বলে ৮ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। সৌম্যর সঙ্গে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন মুশফিক।
তবে রেইফারের বলে কটরেলের হাতে ধরা পড়ে ৪১ বলে ৯ চার ও ৩ ছয়ে ৬৬ রান করে ফিরেন সৌম্য। রেইফারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ২২ বলে ২ চার ও ২ ছয়ে ৩৬ রান করে সাঝঘরে ফিরেন মুশফিক। তারপরেই আউট হন মিঠুন। তিনি ১৭ রান করে ফিরে গেলে বাংলাদেশ পরে চরম বিপদে।
পরে খেলার হাল ধরে মোসাদ্দেক ও মাহমুদউল্লাহ। মোসাদ্দেকের ব্যাটিং তান্ডবে ৫ ছক্কা হাঁকিয়ে ৫০ রান করে বাংলাদেশের জয় এনে দেয়। বাংলাদেশ ৫ উইকেটে জয় লাভ করে।
আর এ জয়ের মাধ্যমেই পূরণ হলো টাইগারদের শিরোপা জয়ের স্বপ্ন
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম