5:23 AM, 13 November, 2025

২য় বিভাগ ফুটবল লিগ চ্যাম্পিয়ন সমাজ কল্যান ও ক্রিড়া সংঘ মুগদা 

Mugda.
মোঃ আলী আকবর রনী
ক্রিড়া প্রতিবেদকঃ
এবারের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ প্রথম থেকেই ধারাবাহিক ভাবে ভাল ফুটবল উপহার দিয়ে আসছিল। মুগদা পাড়া দলটি। তারই ধারাবাহিকতার ফসল হিসেবে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগ ফুটবল লিগে উত্তির্ণ হয়েছে। মুগদা সমাজ কল্যান সংস্থা একটি এলাকা ভিত্তিক ফুটবল ক্লাব। উক্ত ক্লাবটি মুগদা এলাকার সকলের প্রাণের ক্লাব। বীর শ্রেষ্ঠ মোস্তাফা কামাল ফুটবল স্টেডিয়াম সাথেই অবস্থান মুগদা ক্লাবটি। তাদের নিঃশ্বাস জেন পড়ে থাকে সার্বক্ষনিক এই মাঠেই। গত দুই বছর আগে মুগদার কৃতি সন্তান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এবং এএফসি সফল কোচ আবুল হোসেন এর হাত ধরে তৃতীয় বিভাগ হতে দ্বিতীয় বিভাগে উত্তির্ণ
হয়েছিল। গত মৌসুমেই মুগদা ক্লাবটি প্রথম বিভাগে উত্তির্ণ হওয়ার খুব কাছে চলে আসছিল। কিন্তু শেষের কয়েকটি ম্যাচ এ পয়েন্ট হারানোর জন্য আর প্রথম বিভাগ এ উত্তির্ণ  হওয়া সম্ভব হয়নি। কিন্তু এবার দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ-২০১৯ এর ধারাবাহিক ভাবে ভাল খেলে ২য় বিভাগ ফুটবল লীগ থেকে ১২ম্যাচে ২৬ পয়েন্ট সংগ্রহ করে প্রথম বিভাগ ফুটবলে উত্তির্ণ  হলো।
এই সাফল্যে পর মুগদার কৃতি সন্তান আবুল হোসেন বলেন, মুগদা আমার প্রাণের এবং এলাকার দল। উক্ত দলটি একদল তরুণ খেলোয়ার এবং সঠিক ক্লাব কমিটির জন্যই এই সাফল্য পেয়েছে। আমি মুগদা দলটিকে প্রথম বিভাগে ভাল করার জন্য সবার কাছে দোয়া প্রতশ্যা করি।
অন্যদিকে রেলিগশনের পড়ে দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে অধঃপতন ঘটে শান্তিনগর ক্লাব। শান্তি নগর ক্লাব ১২ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট সংগ্রহ করে।