প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০১৯, ৫:১০ পি.এম
বাংলাদেশ পুলিশ এফসি প্রিমিয়ার লিগে উত্তির্ণ

মোঃ আলী আকবর রনী
ক্রিড়া প্রতিবেদকঃ
দির্ঘদিন ধরে ভালখেলে আসছিল বাংলাদেশ ফুটবলের পুলিশ দলটি। তৃতীয় বিভাগ থেকে আস্তে আস্তে নিজের ভাল খেলা উপহার দিয়ে তৃতীয় বিভাগ থেকে প্রতিটি ধাপ জয় করে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ এ উত্তির্ণ হয়। সেই ধারাবাহিকতায় এবারের বাংলাদেশে চ্যাম্পিয়নশিপে প্রথম থেকে পুলিশ দল খুব ভাল খেলছিল। তার ফল হিসেবে লিগ শেষ হওয়ার আগেই সবার আগে প্রিমিয়ার লিগের টিকেট কনফার্ম করলো পুলিশ এফসি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার স্বাধীনতা ক্রীড়া চক্রের সঙ্গে ২-২ ড্র করে পুলিশ। ১৮ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে আগামী লিগে খেলা নিশ্চিত করল দলটি।
গত রোববার আমিরুলের একমাত্র গোলে ওয়ারীকে হারিয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও লিগে খেলা নিশ্চিত ছিল না দলটির। ১ পয়েন্টের দরকার ছিল তাদের। স্বাধীনতা ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করে সে প্রয়োজন মিটিয়ে নিল তারা।
ম্যাচের সপ্তম মিনিটে রাসেলের গোলে এগিয়ে যায় পুলিশ। ২২তম মিনিটে বকর সমতা ফেরানোর ছয় মিনিট পর তারেকের গোলে এগিয়ে যায় স্বাধীনতা ক্রীড়া চক্র। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইসার লক্ষ্যভেদে হার এড়ায় পুলিশ।
এবার দেখার পালা প্রিমিয়ার লিগের তাদের পথচলা কেমন হয়। ম্যাচ শেষে পুলিশ দলের ম্যানেজার বলেন, আমরা আরও সুন্দর একটি নতুন পরিকল্পনা করে দলটিকে এগিয়ে নিয়ে যাব, এবং প্রিমিয়ার লিগ নিয়ে আমাদের বিশাল পরিকল্পনা আছে। আশা রাখি প্রিমিয়ার লিগে আমাদের দল ভাল করবে, ইনশাআল্লাহ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম