বৃষ্টির কারনে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যাক্ত

স্পোর্টস ডেস্কঃ শেষ হাসি হাসলো বৃষ্টি। তাই পরিত্যক্ত হলো ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচ। সমান দুই পয়েন্ট করে পেলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
ম্যালাহাইডে আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। তা মিথ্যে হয়নি। সকাল থেকেই অঝোঁর ধারায় কেঁদেছে আকাশ। এর মাত্রা এতোই বেশি ছিল যে টস পর্যন্ত মাঠে গড়ায়নি। এমনকি আম্পায়াররা দুই দফা টসের সিদ্ধান্ত নিয়েও ব্যর্থ হয়েছেন। তাই পুরো মাঠ কাভার দিয়ে ঢাকা ছিল পুরো দিনই।
এ ম্যাচ থেকে সমান দুই পয়েন্ট করে পাওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এলো বাংলাদেশ। বাংলাদেশের পয়েন্ট এখন ৬। আর উইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ডের সংগ্রহ যথাক্রমে ৫ ও ২ পয়েন্ট।
