চলতি আইপিএলে ৯ ইনিংসে মাত্র ১২৮ রান করতে পেরেছেন বিরাট কোহলি। যার মধ্যে দুই ইনিংসে করেছেন ৮৯ রান। বাকী ৭ ইনিংসে সর্বসাকুল্যে ৩৯ রান এসেছে কোহলির ব্যাট থেকে।
কোহলির মতো তারকার এতটাই বাজে সময় যাচ্ছে যে, টানা হ্যাটট্রিক শূন্যে আউট হওয়ার খুব কাছাকাছি ছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত হ্যাটট্রিক শূন্য থেকে বেঁচে গেছেন এই ভারতীয় ক্রিকেট তারকা। তবে অফ ফর্ম থেকে বেরুতে পারেননি ভারতীয় ক্রিকেট দল ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক। চরম অফফর্মে থাকলেও কোহলিকে নিয়ে বেঙ্গালুরুর বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসিস জানিয়েছেন, এখনও মানসিকভাবে চাঙা আছেন এই ভারতীয় তারকা।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচশেষে ডু প্লেসি বলেছেন, ‘মানসিকভাবে সে যথেষ্ট চাঙা আছে এবং এখান থেকে সে অবশ্যই ঘুরে দাঁড়াবে। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে সে আমাদের ম্যাচ জেতাবে।’
প্রোটিয়ান ডু প্লেসি কোহলিকে আরও বলেছেন, ‘কোহলির ফর্ম যেমনই হোক, সে গ্রেট ক্রিকেটার। আগেও অনেকবার এরকম চড়াই-উৎরাইয়ের অভিজ্ঞতা তার হয়েছে। তাকে আমি কাছ থেকে দেখেছি।’
রাজস্তানের বিপক্ষে এদিন কোহলিকে ওপেনিং করতে দেখা যায়। কোহলিকে ফর্মে ফেরানোর লক্ষ্য নিয়ে ব্যাটিং পজিশন পরিবর্তনের কথা জানিয়েছে বেঙ্গালুরু অধিনায়ক ডু প্লেসি।
এই প্রোটিয়ান আরও যোগ করেন, ‘আমরাব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছি এবং চেষ্টা করেছি যেন তারা ইতিবাচকভাবে খেলার চেষ্টা করতে পারে। কোহলির মতো একজন খোলসে ঢুকে যেতে পারেন না। গ্রেট ক্রিকেটারদের এরকম বাজে সময় আসে। আমরা চেয়েছি, সে যেন মাঠের বাইরে বসে খেলা নিয়ে বাড়তি ভাবার সময় না পায়। ক্রিকেট খেলাটা হয়ই আত্মবিশ্বাসের ওপর।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম