জঙ্গলবাড়ী চা বাগান টাইগার স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে মরহুম মামুনুর রশীদ চারণেচারণে টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ (০১ এপ্রিল ) জঙ্গলবাড়ী চা বাগান মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ডক্টরস স্পোর্টিং ক্লাব ও আমরাইল সিক্সার্স পরস্পরের মোকাবিলা করে।
জঙ্গলবাড়ী চা বাগান এর ব্যবস্থাপক জনাব মাহবুব আলম মিজবাহ সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ শাহিন আহমেদ এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব রনেন্দ্র প্রসাদ বর্ধন চেয়ারম্যান ৬ং আশিদ্রোন ইউনিয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব আবু তাহের মেম্বার ৬ নং আশিদ্রোন ৬ নং ওয়ার্ড,জনাব ইসমাইল মাহমুদ সভাপতি শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি,আবেদ হুসেন আবেদ সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগ,আশিকুর রহমান আশিক সভাপতি আওয়ামী মসৎজীবীলীগ শ্রীমঙ্গল উপজেলা।
খেলায় ডক্টরস স্পোর্টিং ক্লাব ৫২ রানের ব্যবধানে আমরাইল সিক্সার্স এর বিপক্ষে বিশাল জয় পায়। প্রথমে টসে জিতে আমরাইল সিক্সার্স ডক্টরস স্পোর্টিং ক্লাব কে ব্যাটিংয়ের আহবান জানায় । দুর্দান্ত এক ইনিস খেলে নির্ধারিত ১৪ ওভার শেষে ডক্টরস এর দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৮৯ রান ৭ উইকেট।জবাবে বিশাল রান তাড়া করতে গিয়ে ডক্টরস এর বোলিং দাপট এ ১৪ ওভারে ১৩৭ রানে মাঠ ছাড়ে আমরাইল সিক্সার্স ।
ব্যক্তিগত ৫৩ রান ও ১ উইকেট নিয়ে ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ডক্টরস এএ সান । টুর্ণামেন্টের সর্বোচ্চ রান ডক্টরস এর টিপন , ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন স্কোর এর বিশেষ সম্মাননা স্মারক নির্বাচিত হন সংবাদকর্মী ও সমাজ সেবক মোঃ শাহিন আহমেদ ।
টুর্ণামেন্টের সম্পূর্ণ স্পন্সর ছিলো মাহবুব আলম মিজবাহ ম্যানেজার জঙ্গলবাড়ী চা বাগান। এবং ট্রফি ছিলো আশিকুর রহমান আশিক সভাপতি আওয়ামী মসৎজীবীলীগ শ্রীমঙ্গল উপজেলা ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম