দীর্ঘ ২৮ বছর পর আন্তার্জাতিক শিরোপা জিতেছে কোপা আমেরিকার। ফলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সব শেষ প্রকাশিত র্যাংকিংয়ে এগিয়েছে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি।
বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী ২১০টি দেশের মধ্যে ষষ্ঠ নম্বরে উঠে এসেছে আলবেসিলেস্তেরা। দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ এই আসরের চ্যাম্পিয়নদের মোট পয়েন্ট ১ হাজার ৭১৪। তাদের পয়েন্ট ছিল ১ হাজার ৬৪২। অর্থাৎ লিওনেল স্কালোনির শিষ্যরা ৭২ পয়েন্ট এগিয়ে গিয়েছে।
গেল মে মাসে র্যাংকিং প্রকাশ করেছিল ফিফা। মাঝে বিশ্বকাপ বাছাই পর্ব, কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য লম্বা বিরতি ছিল।
এদিকে ১ হাজার ৮২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে বেলজিয়াম। ফ্রান্সকে হটিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। তাদের মোট রেটিং পয়েন্ট ১ হাজার ৭৯৮। তৃতীয় স্থানে নেমে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। রেটিং পয়েন্ট ১ হাজার ৭৬২।
ইউরোর চ্যাম্পিনশিপের রানার্স আপ ইংল্যান্ডে চার নম্বরে অবস্থান করছে। তাদের পয়েন্ট ১ হাজার ৭৫৩। ১ হাজার ৭৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।
এদিকে র্যাংকিংয়ে চার ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আগের র্যাংকিংয়ে ৮৪তম স্থানে ছিল লাল-সবুজরা। নতুন তথ্য অনুযায়ী ২১০টি দেশের মধ্যে জেমি ডে’র শিষ্যদের বর্তমান অবস্থান ১৮৮।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম