এবারের আসরে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। সঙ্গে কলম্বিয়াও। দুই দলের লড়াই শেষে কারা যাবে সেই অপেক্ষা এবার। তবে ফাইনালের টিকিট নিশ্চিত করে নেইমার জানিয়েছেন, ফাইনালে আর্জেন্টিনাকে চান। ফাইনালে আর্জেন্টিনাকে চাওয়ার বড় কারণ লিওনেল মেসি। বার্সেলোনার সতীর্থ লিওনেল মেসির সঙ্গে সখ্যতা কম নয় নেইমারের। পেরুর বিপক্ষে ম্যাচ শেষে তেমনটাই জানালেন তিনি।
“ফাইনালে আমি আর্জেন্টিনাকে দেখতে চাই। আর্জেন্টিনাকে চাওয়ার কারণ, ওই দলে আমার ভালো বন্ধু রয়েছে। তবে, ফাইনালে ব্রাজিলই জিতবে। ” পেরুকে ১-০ গোলে হারালেও ম্যাচ রেফারি চিলির তোবারের উপর সন্তুষ্ট নন নেইমার। ফাইনালে যেন এমন কিছু না হয় সেই আবেদনও জানিয়ে রাখেন।
“একজন রেফারির আচরণ এমন হবে আশা করি না। মাঠে তার বাচনভঙ্গি, খেলোয়াড়দের দিকে যেভাবে তাকিয়েছেন তাতে তার প্রতি সম্মান থাকে না।” আগামী ১১ জুলাই, রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম