প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম শীর্ষ দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ১২ জন ফুটবলার, অস্ট্রেলিয়ান কোচ শেন লী এবং বলবয়-সহ মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মোহামেডানের পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, পুনরায় লিগ শুরুর আগে দলের সবাইকে করোনা পরীক্ষা করালে আমাদের ১৭ জন করোনা পজিটিভ হয়।
জানা গেছে, করোনায় আক্রান্ত ১২ জন ফুটবলারের মধ্যে একজন বিদেশী ফুটবলার রয়েছেন। ১২ জনের মধ্যেই ৯ জনই হচ্ছেন প্রথম একাদশের ফুটবলার। গতকাল (রোববার) আট জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। আজ এসেছে আরও ৯ জনের।
২৫ জুন ঢাকা আবাহনী ও মোহামেডানের ম্যাচ হওয়ার কথা। জানা গেছে, এই পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তো নয়-ই, নিজেদের ম্যাচগুলো আরও পিছিয়ে দেওয়ার জন্য ফেডারেশনকে অনুরোধ করবে মোহামেডান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম