11:14 PM, 12 November, 2025

ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ২ পরিবর্তন

bangladesh_190

এবারও টসে জিতে দ্বিতীয় ম্যাচে ব্যাট করছে নামেছে মাশরাফি বাহিনী। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। তবে আজকের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ।

তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। তবে পেস আক্রমণে থাকা মুস্তাফিজুর রহমান ও পেস অলরাউন্ডার সাইফউদ্দিনকে দলের বাহিরে রাখা হয়েছে। তবে ব্যাটিং অর্ডার কোনো পরিবর্তি করা হয়নি।

এদিকে জিম্বাবুয়ে দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন অভিজ্ঞ শেন উইলিয়ামসন। ক্রেগ আরভিনের ফেরার কথা থাকলেও তিনি এখনো সুস্থ হননি। ক্রিস এমপফুর জায়গায় কার্লটন টিসুমাকে দলে আনা হয়েছে। এছাড়াও জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা ইনজুরির কারণে দ্বিতীয় ওয়ানডের দলে তাকে রাখা হয়নি।

বাংলাদেশ :

তামিম ইকবাল, নাজমুল হোসাইন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, আল আমিন।

জিম্বাবুয়ে :

থিনাসি কামুনহুকামি, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস রিচমন্ড মুতুমবামি, টিনোটেন্ডা মুতুমবজি, ডোনাল্ড ট্রিপানো, ওয়েলস মেদহেভেরা, চার্ল মুম্বা, কার্লটন টিসুমা।