12:34 AM, 13 November, 2025

ছেলের জন্মদিনে বাবা মুশফিকের বার্তা

Mushfiqur_Rahim

বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট খেলতে পাকিস্তানে গেলেও নিরাপত্তার কারণে সফর থেকে বিরত থাকেন মুশফিকুর রহিম। পরিবারের অনুমতি না পাওয়ায় তার এই যাত্রা বিরতি। এতে করে একটু অবসর পেলেন, সময় কাটাচ্ছেন পরিবাররের সঙ্গে। আর এর মধ্যেই পড়ে গেলো ছেলে শাহরুজ রহিম মায়ানের জন্মদিন।

৫ ফেব্রুয়ারি, বুধবার মায়ানের দ্বিতীয় জন্মদিন। একমাত্র সন্তানের জন্মদিন কাছে থেকেই উদযাপন করলেন মুশফিক। আর যদি পাকিস্তানে যেতেন তাহলে হয়তো ভিডিও কলের মাধ্যমেই শুভেচ্ছা জানাতেন তিনি।

এদিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। সেই শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌! তুমি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ইনশাআল্লাহ, আশা করি, একদিন তুমি আমার চেয়েও ভালো এবং সফল একজন মানুষ হবে। আমি তোমাকে সবসময় এবং আজীবন ভালোবাসি। জন্মদিনের শুভেচ্ছা মায়ান।’

এর মধ্যেই মায়ানের শুভেচ্ছা জানানো ফেসবুক পোস্টটিতে সাড়ে তিনহাজার কমেন্ট ও ৩০৬টি শেয়ার হয়েছে। সেখানে মুশফিকের ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন মায়ানকে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডিকে বিয়ে করেন মুশফিক। এরপর ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি তাদের ঘর আলো ছড়াতে আসে মায়ান।