হোসেনপুরে এস এম মাহবুবুল হক জমশেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল হোমাঈদী,
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে “এস.এম.মাহবুবুল হক জমশেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় সাহেবের চর ভাটিপাড়া একতা স্পোর্টিং ক্লাব সাহেবের চর খাঁ পাড়া স্টুডেন্ট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
আজ ৩১ জানুয়ারী শুক্রবার বিকালে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় ঐতিহাসিক পিতলগঞ্জ বাজার গরুর হাটে বিশিষ্ট সমাজসেবক,ক্রীড়াপ্রেমী,খেলোয়াড় ও রাজনীতিবিদ হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের কৃতি সন্তান মরহুম এস.এম.মাহবুবুল হক জমশেদ স্বরনে “এস.এম.মাহবুবুল হক জমশেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সাহেবের চর ভাটিপাড়া একতা স্পোর্টিং ক্লাব ও সাহেবের চর খাঁ পাড়া স্পোর্টিং ক্লাব।
মোট ৬টি দলের অংশগ্রহণে দীর্ঘ ১মাস চলতে থাকা খেলায় ৪টি দলকে হারিয়ে আজকের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ফাইনালে উঠতে সক্ষম হয়।
খেলার প্রারম্ভিক ভাষনে মরহুম এস এম মাহবুবুল হক জমশেদের সংক্ষিপ্ত জীবনী সবার সামনে তুলে ধরেন উনারই আপন ভাতিজা দেশেরবার্তা24 ডট কম ও চ্যানেল ডিবার্তা24 এর প্রধান উপদেষ্টা এবং ষোলোআনা ফাউন্ডেশন এনজিও কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব এস এম মিজানুর রহমান মামুন
সময় স্বল্পতার কারনে মোট ১০ ওভারের খেলায় টস পেয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাহেবের চর ভাটিপাড়া একতা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২১ রান তুলতে সক্ষম হয় দলটি।দলের পক্ষে ব্যাক্তিগত সর্বোচ্চ ২৬ রান তুলে পলাশ।
অপরদিকে ১২২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে নির্ধারিত ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৩ রান করতে সক্ষম হয় সাহেবের চর খাঁ পাড়া স্টুডেন্ট ক্লাব।
ফলাফলঃ সাহেবের চর ভাটিপাড়া একতা স্পোর্টিং ক্লাব ৮৮ রানে জয়ী।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে একটি ১৭” এলইডি টেলিভিশন, রানার্সআপ দলের হাতে একটি এন্ড্রয়েড স্মার্টফোন তুলে দেন অতিথিবৃন্দরা। খেলায় টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে পলাশ এবং ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে সুমনের হাতেও পুরস্কার তুলে দেয়া হয়। দুজনেই সাহেবের চর ভাটিপাড়া একতা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়।

খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম এস এম মাহবুবুল হক জমশেদের আপন বড় ভাই জনাব এস এম মঞ্জুরুল হক (অবসরপ্রাপ্ত কর্মকর্তা রেলওয়ে নিরাপত্তা বাহিনী)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং সিদলা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, সিদলা ইউনিয়নের তারুণ্যের অহংকার জনাব সিরাজ উদ্দীন(এম এ)।
খেলা উদ্বোধন করেন জনাব আব্দুল কাদির শেখ (সভাপতি, তথ্য-প্রযুক্তিলীগ উপজেলা হোসেনপুর শাখা)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব নুরুন্নবী ফকির বাচ্চু (সদস্য হোসেনপুর উপজেলা আওয়ামীলীগ), জনাব বদরুল আলম (সাধারণ সম্পাদক, ২নং সিদলা ইউনিয়ন আওয়ামীলীগ), জনাব কফিল উদ্দীন (প্যানেল চেয়ারম্যান, ২নং সিদলা ইউপি), জনাব মোবারক হোসেন রিটন (সদস্য ২নং ওয়ার্ড সিদলা ইউপি ও সাধারণ সম্পাদক, ২নং সিদলা ইউনিয়ন বিএনপি)। এছাড়াও আরও অনেক গণ্যমান্য ব্যাক্তি বর্গ ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
