বাংলাদেশ জাতীয় ক্রিকেটের সম্ভবানাময়ী বোলার ছিলেন সৈয়দ রাসেল। কিন্তু ইনজুরির কারণে তার ক্যারিয়ার বেশি দীর্ঘ হয়নি। বঙ্গবন্ধু বিপিএলে তিনি ঢাকা প্লাটুনসের বোলিং কোচ হিসেবে আছেন। একসময় মাশরাফির সঙ্গে বল হাতে দৌঁড়েছেন মাঠে, এখন তার গুরু হিসেবে কাজ করছেন। তাকে শেখানো প্রসঙ্গে এক প্রশ্নে রাসেল মন্তব্য করেন, ‘মাশরাফিকে শেখানো আমার সাজে না।’
রাসেল বলেন, ‘আমি যদি এখন মাশরাফিকে শেখাতে যাই, ওটা আসলে সাজে না। তারপরও আমরা মতবিনিময় করি। আমরা এক্সপেরিয়েন্স শেয়ার করি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে আজ শুক্রবার বিকেলে সাবেক সতীর্থকে নিয়ে এভাবেই বললেন রাসেল।
জাতীয় দলের হয়ে রাসেল সর্বশেষ খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১০ সালের সেপ্টেম্বরে। ৫ বছরের ছোট ক্যারিয়ারে রাসেল ৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেন। উইকেট নিয়েছেন টেস্টে ১২টি, ওয়ানডে ৬১টি ও টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮টি।
এই প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে কোচিং করতে এসে রাসেল বলেন, ‘আমার জন্য নতুন অভিজ্ঞতা, এখনো শিখছি।’
কোচ হিসেবে মাশরাফির বোলিং নিয়ে তার মন্তব্য, ওর বোলিং নিয়ে কাজ করার তেমন কিছু নেই। রাসেল বলেন, ‘ওর আসলে পরামর্শ দেওয়ার বলতে, বোলিংয়ে খুব একটা যে কিছু করতে হবে তা না। ফিটনেস একটু কাজ করলেই ওর বোলিংটা ভালো হবে। নরমালি ও যদি দুই বছর পরে এসেও বল করে, ফাস্ট বলটা মনে হয় জায়গায় পড়বে। কারণ, এটা মেমোরিতে অলরেডি সেট হয়ে আছে।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম