বিপিএলের টিকিট মূল্য চূড়ান্ত

একদিন পরেই মাঠে গড়াবে এবারের বিপিএল। আর তাই শুরু হয়ে গেছে বিপিএলের উন্মাদনা। ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে আছে বিপিএলের এ লড়াই মাঠে বসে দেখার জন্য। কিন্তু তার আগে জানতে হবে এবার বিপিএলে গ্যালারির কোন অংশের টিকিটের দাম কতো? ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে খেলা শুরু হবে।
৯ ডিসেম্বর, সোমবার রাতে এবার বিপিএলের টিকিট মূল্য ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
এবারের বিপিএলে সাধারণ গ্যালারির টিকিট মূল্য ২০০ টাকা। গ্রান্ডস্ট্যান্ডের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। ক্লাব হাউজের এবারের টিকিটের দাম ৫০০ টাকা।
এছাড়া মাঠের উত্তর ও দক্ষিন ইনক্লোজের টিকিট মূল্য ৩০০ টাকা। প্রতিবারের মতো এবারও দর্শকরা এক টিকিটে দুটি ম্যাচ উপভোগ করতে পারবে।
বৃহস্পতিবার থেকে বিপিএলের টিকিট পাওয়া যাবে মিরপুর স্টেডিয়ামের এক নম্বর ফটক ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন দুটি বুথে। এছাড়া অনলাইনে টিকিট পাওয়া যাবে www.shohoz.com, www.paypoint.com.bd ও www.gadgetbangla.com ওয়েবসাইটে।
