সাউথ এশিয়ান গেমসের (এসএ) জন্য ১৫ সদস্যের ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নেপালের এসএ গেমসের এবারের আসরে টি-টোয়েন্টি ক্রিকেটও অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৫ সদস্যের এই দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
সর্বশেষ ইমার্জিং কাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। নেপালের এসএ গেমসের এই আসরের জন্য বেশ শক্তিশালী দলই ঘোষণা করেছে বাংলাদেশ। জাতীয় দলের হয়ে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারও আছেন এই দলে। ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে খেলা নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকারও এই অনূর্ধ্ব-২৩ দলের সদস্য।
এই গেমসের ক্রিকেটে সব মিলিয়ে পাঁচটি দল খেলছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা তাদের অনূর্ধ্ব-২৩ সদস্যের দল পাঠাচ্ছে। ভুটান, মালদ্বীপ ও নেপাল তাদের জাতীয় দল খেলাবে এই আসরে।
ফাইনালসহ সব মিলিয়ে এই আসরে ১২টি ম্যাচ হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ৪ ডিসেম্বর, মালদ্বীপের বিপক্ষে। ৬ ডিসেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভুটানের। স্বাগতিক নেপালের সঙ্গে বাংলাদেশ মুখোমুখি হবে ৭ ডিসেম্বর। পরদিন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্ত’র দল।
৯ ডিসেম্বর একই দিনে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
এসএ গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: মোহাম্মদ সাঈফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, সৈয়দ মিনহাজুল আবেদিন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, তানভীর ইসলাম, মানিক খান, মেহেদি হাসান রানা, সৌম্য সরকার, মাহাদি হাসান ও হাসান মাহমুদ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম