ক্রিস গেইল যাকে বলা ক্রিকেটের দানব। মাঠে যেমন ব্যাট হাতে দর্শকদের আনন্দ দিয়ে থাকেন, তেমনি মানুষ হিসেবেও খুব মজার তিনি। মাঠেই তিনি বিভিন্ন মজার নাচ নাচেন আবার খুনসুটিও করেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে।
তবে এবার তিনি মাঠেই শিশুর মতো মায়া কান্না জুড়ে দিলেন। তাকে সান্তনা দিতে তার কাছে চলে আসলেন আম্পায়ার। কিন্তু কেন কান্না করলেন তিনি?
দক্ষিণ আফ্রিকার এমজানসি সুপার লীগের ১৩ তম ম্যাচে ঘটেছে এই ঘটনা। ইনিংসের প্রথম ওভারের ষষ্ঠ বলে পার্ল রকসের ওপেনার হেনরি ডেভিডের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করেন বোলার গেইল। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। কয়েকবার আবেদন করার পরও আম্পায়ার অনড় থাকেন। সেটা দেখে মাঠের মধ্যেই শিশুর মতো কান্না করতে থাকেন গেইল। মাথা নিচে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন গেইল।
গেইলের এমন কাণ্ড দেখে হাসি আটকাতে পারেননি আম্পায়ারও। তিনি হাসতে হাসতে গেইলের কাছে চলে যান। ৪০ বছর বয়সী একজন ক্রিকেটার যে কিনা শিশুর মতো কান্না করছে যেটা দেখে যে কারোরই হাসি চলে আসবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম