3:29 AM, 13 November, 2025

মেসির জোড়া গোলে বার্সা সেমিফাইনালে

maxresdefault (1)(1)
ক্রিড়া প্রতিবেদকঃ মোঃ আলী আকবর রনী:
চ্যাম্পিয়ন্স লীগের কোয়াটার ফাইনালে প্রথম লেগ ১-০ পিছিয়ে থেকে গতকাল রাতে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেড বনাম বার্সালোনার মাঠ নুক্যাম্পে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সময় রাত ১ ঘটিকায়। খেলার শুরুতেই ম্যানইউ সতর্কতার সাথে খেলতে থাকে কিন্তু খেলার ১৬ মিনিটের মাথায় মেসির অসাধারণ নৈপূন্যে গোল করে বার্সাকে লীড এনে দেয়। ২০ মিনিটের সময় আবার মেসির গোল বারে শট নেয়, কিন্তু ম্যানইউ এর স্প্যানিস গোলকিপার ডি.গিয়ার হাত ফসকে জালে বল জড়িয়ে যায় এবং বার্সা ২-০ গোলে এগিয়ে যায়। বার্সা যখন তাদের ঘরের মাঠ নুক্যাম্পে খেলতে নামে তখন বিশ্বের যে কোন দলই যেন শিশুতে পরিনত হয়। খেলাতে একচেটিয়া ভাবে বার্সার কৈতির্ত্ব নিয়ে খেলতে থাকে। প্রথমআর্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বার্সা বিরতীতে যায়। দ্বিতীয়ার্ধেও বার্সা একক ভাবে চাপ প্রয়োগ করে খেলতে থাকে খেলার ৬১ মিনিটের সময় ব্রাজিলিয়ান ষ্টার ফিলিপে কৌতিনহোর দর্শনীয় গোলে বার্সা ৩-০ গোলে এগিয়ে যায়। খেলার অবশিষ্ট সময় আর কোন গোল না হওয়ায় বার্সা দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জয় সেমিফাইনালে পৌছে যায়।