নাগপুরে শেষ টি-টোয়েন্টিতে ভারতের কাছে হারলো বাংলাদেশ। ক্যাচ মিস আর সিনিয়র খেলোয়াড়দের রান করতে না পারার খেসারত দিলো বাংলাদেশ দল।
যে স্বপ্নটা দেখেছিলো পুরো বাংলাদেশ। ১৭ কোটি মানুষ। সে স্বপ্নটা পূরণ হলো না। গড়া হলো না ইতিহাস। শেষ টি-টোয়েন্টিতে ৩০ রানে জিতলো ভারত। ২-১ ব্যাবধানে সিরিজ জিতলো ভারত।
অঘোষিত ফাইনালে প্রথমবারের মতো ভারতের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে খেলতে নেমেছিলো বাংলাদেশ। টস ভাগ্যটাও এদিন সহায় হয় বাংলাদেশের।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুটা খুব ভালো হয় বাংলাদেশের, প্রথমেই আউট করায় রোহিত শর্মাকে।
কিন্তু ভারতের হাল ধরেন শেখর ধাওয়ান,রাহুল ও আয়ার। ধাওয়ান আর রাহুল করে ৩২ রানের জুটি। ধাওয়ান আউট হয় ১৯ রান করে। রাহুল করেন ৩৫ বলে ৫২ রান।
আর আয়ার করেন ৩৩ বলে ৬২ রান। অথচ এই আয়ার ১ রান করেই শফিউলের বলে স্কয়ারে সহজ এক ক্যাচ তুলে দেন কিন্তু আমিনুল ইসলাম বিপ্লব তা ধরতে পারেনি। যার ফলে আয়ার করেন ৬২ রান। আর এতেই ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করেন। যা এই মাঠে সর্বোচ্চ দলীয় রান।
১৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে লিটন দাস মাত্র ৯ রান করে আউট হন। লিটন দাস শূন্য করে আউট হন। মুশফিকুর রহিমও করেন শূন্য রান। কিন্তু অভিষিক্ত নাঈম শেখ খেললেন দারুণ এক ইনিংস। ৪৮ বলে করেন ৮১ রান। এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান বাংলাদেশের। মোহাম্মদ মিঠুন করেন ২৯ বলে ২৭ রান। মাহমুদউল্লাহও আজকে রান করতে পারেনি।
কেউ আর বেশি রান করতে না পারায় সব উইকেট হারিয়ে ১৪৪ রান বাংলাদেশ। হারতে হয় ৩০ রানে।
ভারতের বোলার চাহারের কাছে যেন অসহায় আত্মসমর্পণ করলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তিনি একাই নেন ৬ উইকেট।
ক্যাচ মিস আর বড় কোন জুটি গড়তে না পারায় হারতে হলো বাংলাদেশকে। স্বপ্নভঙ্গ হলো কোটি বাঙ্গালির।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম