2:18 AM, 13 November, 2025

আজই দেশে ফিরছেন মোসাদ্দেক

mosaddek-saikat

স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল রাতে। অভিজ্ঞ ক্রিকেটারদের দায়িত্বহীন পারফর্মেন্সে কাছাকাছি গিয়েও সিরিজ জয় থেকে বঞ্চিত হলো টাইগাররা।

এ সিরিজের প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ ম্যাচে কিছুটা ইনজুরির কারণে তিনি ছিটকে পড়েন একাদশ থেকে। তার পরিবর্তে একাদশে জায়গা পান মোহাম্মদ মিথুন।

এবার জানা গেলো, টেস্ট সিরিজ শুরুর আগে আজই দেশে ফিরছেন মোসাদ্দেক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্র জানায়, পারিবারিক কারণে মোসাদ্দেককে দেশে ফিরতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

আজ ১১ নভেম্বর, সোমবার দুপুরে যে আট ক্রিকেটারদের দেশে ফেরার কথা রয়েছে, তাদের সাথে মোসাদ্দেকও ফিরছেন। তিনি আবার কবে ভারত ফিরবেন, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি। হয়তো টেস্ট সিরিজে আর দেখা নাও যেতে পারে মোসাদ্দেককে।