এ যেন সারারাত ঝড়ের পর শান্ত সকাল। শেষ কিছুদিনের হিসেব করলে বাংলাদেশ ক্রিকেটকে এমন না বলে উপায় কি! নিজেদের দাবি-দাওয়া নিয়ে ক্রিকেটারদের আন্দোলন, সাকিবকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দেয়া নিষেধাজ্ঞা আর তামিম, সাইফুদ্দিনহীন ভারত সফর। সবকিছু মিলিয়ে একটা বিশ্রী অবস্থায় ছিল রিয়াদ বাহিনী।
কিন্তু দুঃখ কি আর চিরকাল থাকে। থাকেনি লাল-সবুজ শিবিরেও। জমে থাকা মেঘ কেটেছে ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারতকে হারিয়েই। ছোট ফরম্যাটের ক্রিকেটে শুরুতেই সাকিব, তামিম, সাইফুদ্দিনহীন বাংলাদেশের কাছে মাথানিচু করেছে রোহিত শর্মার দল। আর ৭ উইকেটের জয়ে যেন মরা গাঙে ঢেউ দেখেছে টাইগার বাহিনী।
তবে দ্বিতীয় ম্যাচ খেলতে দিল্লি ছাড়লেও দূষণ পিছু ছাড়েনি সফরকারীদের। হিমালয়ের মতো রোহিতশর্মার দাঁড়িয়ে যাওয়ার দিনে নাস্তানাবুদ হয়েছে এপার বাংলার বোলিং লাইন। আর ভারতও পেয়েছে বড় জয়। সাথে সিরিজেও ফিরেছে সমতা।
সিরিজ নির্ধারণীর জন্য আজ তাই নাগপুরেই নজর এ দুই দলের। বিদর্ভ ক্রিকেট এ্যাসোসিয়েশনে অলিখিত ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।
কিন্তু শেষ ম্যাচের আগে ইনজুরি হানা দিয়েছে টাইগার শিবিরে। ক্রিকেটের এ চিরশত্রুর রোষানলে পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ আর ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ইনজুরির কারণে অনুশীলনে আসেননি এ দুজন। তবে তাদের ইনজুরি খুব একটা প্রভাব ফেলার কথা না বাংলাদেশ দলে। কারণ ভারত সফরে এখনো অনুজ্জল রয়েছে সম্ভাবনাময় এ দুই ক্রিকেটার।
প্রথম ম্যাচে দুই ওভার হাত ঘুরিয়েছিলেন মোস্তাফিজ। ১৫ রান খরচায় ছিলেন উইকেটশূন্য। অন্যদিকে ১ ওভারে ৮ রান দিয়ে সৈকতও পাননি কোন উইকেটের দেখা। রাজকোটে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ভালো অবস্থানেই ছিল টিম টাইগার্স। ভালো শুরু করেছিলেন দুই ওপেনার লিটন দাস এবং নাঈম শেখ। কিন্তু শুরুর ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে মিডল অর্ডাররা। সে মিছিলে ছিলেন মোসাদ্দেক সৈকতও। ৯ বল খেলে মাত্র ৭ রান করেছিলেন গায়ে ফিনিশারের তকমা লাগা সৈকত। আর ১ ওভার বল করে দিয়েছেন ২১ রান। যা ভারতকে জয়ের বন্দরে পৌঁছার পথে আরো আলো দিয়েছে। অন্যদিকে প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। এদিন ৩.৪ ওভার বল করে খরচ করেছেন ৩৫ রান।
এছাড়াও সাকিবের অনুপস্থিতিতে একজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন ছিল দলে। এজন্য তাইজুলই হতে পারে একমাত্র ভরসা। তাই মোস্তাফিজের জায়গায় তাইজুল খেললে উপকৃত হতে পারে দল। কারণ আজ রোহিত শর্মাকে আটকানোর বড় নিয়ামক হতে পারে নাটোরের এ অর্থোডক্স স্পিনার। আর সৈকত সেরা একাদশে না থাকলে সে জায়গায় দেখা যেতে পারে মিডল অর্ডার ব্যাটসম্যান মো. মিঠুনকে। তাই বলাই যাচ্ছে মোস্তাফিজ এবং সৈকতের অনুপস্থিতিতে শক্তিহীনতায় ভুগবে না রিয়াদরা।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম