অঘোষিত ফাইনালে টাইগার একাদশে দুই পরিবর্তন!

আজ (রবিবার) ভারত-বাংলাদেশ অঘোষিত ফাইনাল ম্যাচ। নাগপুরে আজ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে তারা। প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামে দ্বিতীয় ম্যাচে দুই দলই। কিন্তু আজ বাংলাদেশ দল অন্তত দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর কথায় আভাস পাওয়া গিয়েছিলো আগের অপরিবর্তিত একাদশ নিয়েই শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে আজ অন্তত দুইটি পরিবর্তন আনতেই হবে টাইগার একাদশে। কারণ বাংলাদেশ একাদশে রয়েছে ইনজুরির সমস্যা।
ইনজুরিতে পড়েছন মোসাদ্দেক হোসেন সৈকত ও মোস্তাফিজুর রহমান। শনিবার দলের সাথে অনুশীলন করেননি তারা। মোস্তাফিজ অনুশীলনের শুরুতে রানিং করলেও মোসাদ্দেক ড্রেসিং রুম থেকে নিচেও নামেননি।
কুচকির চোটের কারণে বিশ্রামে আছেন মোসাদ্দেক। আর গোড়ালির পুরোনো ব্যথা বেড়ে যাওয়ায় অনুশীলন করেননি মোস্তাফিজ। আজ তাদের ম্যাচে পাওয়া যাবে কি না তা নিয়ে নিশ্চিতভাবে এখনো সংশ্লিষ্ট কেউ কিছু বলতে পারেননি।
মোসাদ্দেকের জন্য অপেক্ষা করবেন টিম ম্যানেজমেন্ট। ফিজিও সবুজ সংকেত দিলে তবেই আজকে খেলতে পারবেন তিনি। আর তা না হলে তার জায়গায় দলে নেয়া হবে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
আর মোস্তাফিজের গোড়ালির সমস্যা ঠিক না হলে তার জায়গায় ঢুকে পড়তে পারেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
তবে মোস্তাফিজ খেললেও তাইজুলের একাদশে সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রোহিত শর্মাকে আটকানোর জন্য অফস্পিনার আফিফ হোসেন ধ্রুব ও লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের সাথে একজন বাঁহাতি স্পিনারের বৈচিত্র্যময় আক্রমণের সাজানোর জন্য তাইজুলকে একাদশে নেয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মোস্তাফিজ খেললে বাদ পড়বেন শফিউল ইসলাম।
