2:20 AM, 13 November, 2025

মুশফিককে ধোনির সাথে তুলনা করলেন শেবাগ

untitled-1-recovered_574

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে সাত উইকেটে হারায় বাংলাদেশ। টি-টোয়েন্টির ১ হাজার তম ম্যাচে এ জয় পাওয়ায় নতুন এক মাইলফলকে পৌঁছালো বাংলাদেশ।

আর এ জয়ে টাইগারদের অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। বাদ যায়নি ভারতের এক সময়ের নামকরা খেলোয়াড়রাও। বাংলাদেশকে নিয়ে মাঝে মাঝে খোাঁচা দিয়ে কথা বলা বীরেন্দ্রর শেবাগও বাদ যাননি।

বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন মুশফিকুর রহিম। তিনি ৪৩ বলে অপরাজিত ৬০ রান করেন। যার জন্যই বাংলাদেশ ৭ উইকেটের বিশাল জয় পায়।

আর এ জয়ে অবদান রাখা মুশফিকুর রহিমের প্রশংসা করেছেন ভারতের এই সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।

তিনি মুশফিককে ধোনির সাথে তুলনা করে বলেন, ‘মুশফিকুর রহিমের খেলা দেখে আমার মহেন্দ্র সিং ধোনির কথা মনে হয়েছে। ঠাণ্ডা মাথায় কি চমৎকার ফিনিশিং।’

যদিও সিরিজ শুরুর আগে স্টার স্পোর্টস এর একটি বিঙ্গাপনে অভিনয় করে সমালোচনার মুখে পড়ছিলেন তিনি। কেননা বিঙ্গাপনে বাংলাদেশ ক্রিকেট দল কে নিয়ে ব্যাঙ্গ করা হয়েছিল।

কিন্তু প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশ দল ও মুশফিকুর রহিমের প্রশংসাই করলেন এই সাবেক ওপেনার।