২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এর জন্য বাংলাদেশের দল ঘোষনা।

ক্রিড়া প্রতিবেদকঃ মোঃ আলী আকবর রনীঃ
২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এর জন্য বাংলাদেশের দল ঘোষনা।
আবারও উপেক্ষিত হলো ইমরুল কায়েস। ব্যর্থ লিটন ও সৌম্য আবারও বিশ্বকাপ স্কোয়ার্ডে। টানা সিরিজে ব্যর্থ লিটন কুমার দাষ এবং সৌম্য সরকারের বিশ্বকাপ স্কোয়ার্ডে জায়গা হলেও জায়গা হলোনা ইমরুল কায়েসের। প্রতিটি বিশ্বকাপ স্কোয়ার্ডে বাংলাদেশের নির্বাচক মন্ডলী কিছু না কিছু বিতর্ক সৃষ্টি করেই দল ঘোষনা যেন স্বাভাবিক হয়ে দাড়িয়েছে।
যাই যারা দলে সুযোগ পেয়েছেন তাদের জন্য সুভকামনা।
বাংলাদেশ দলঃ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঃ অধিনায়ক), তামিম ইকাবাল খান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মাদ মিঠুন, সাব্বিন রহমান, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, রুবেল হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসাইন সৈকত, মুস্তাফিজুর রহমান এবং আবু জায়েদ রাহি।
ষ্ট্যান্ড বাই হিসেবে আছেনঃ ইয়াসির রাব্বি এবং নাইম হাসান।
