2:20 AM, 13 November, 2025

মুশফিককে পেয়ে সেলফি তুললেন আরবাজ খান

arbaaz-khan

ভারতের বিপক্ষে ভারতের মাঠে প্রথম টি-২০ জিতলো বাংলাদেশ। দুর্দান্ত লড়াইয়ের পর টাইগাররা জয় ছিনিয়ে আনায় আনন্দে ভাসছে পুরো বাংলাদেশ। দেশে তো বটেই বিদেশেও শুভেচ্ছা পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

বড় বড় ক্রিকেটার, অভিনেতা সবাই প্রশংসা করছে বাংলাদেশের। বলিউড অভিনেতা আরবাজ খানও আছেন সেই তালিকায়।

জানা যায়, সকাল ১১ টায় নয়াদিল্লি থেকে রাজকোট যাওয়ার সময় ইন্দিরা গান্ধী বিমানবন্দরে টাইগারদের সাথে দেখা হয় বলিউড অভিনেতা আরবাজ খানের। এসময় তাদের সাথে সেলফি তুলেন এই অভিনেতা।

টাইগারদের সাথে সেলফি তোলার পর বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহিমের প্রশংসা করেন তিনি।

টাইগারদের সাথে তোলা ছবি তিনি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন।

টুইটার বার্তায় আরবাজ খান লিখেছেন, ‘দিল্লি বিমানবন্দরে বিজয়ী বাংলাদেশ দলের সাথে সাক্ষাৎ হয়েছিল। মুশফিকুর রহিম অসাধারণ। সামনে আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম।’