রবিবার দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৯ রান করে আউট হলেও বড় রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলিকে টপকে শীর্ষে উঠলেন রোহিত শর্মা। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন রোহিত শর্মা। বাংলাদেশ ম্যাচের আগে ৯৮ ম্যাচে ২৪৪৩ রান করেছিলেন রোহিত শর্মা। এদিন ৯ রানে আউট হলেও বিশ্ব রেকর্ড করেন তিনি।
বিরাট কোহলি করেছেন ৭২ ম্যাচে ২৪৫০ রান। বোঝাই যাচ্ছে রোহিতের থেকে অনেক কম ম্যাচ খেলে কোহলি সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে কোহলিকে। বিশ্বকাপের পর থেকে একটানা খেলে চলেছেন কোহলি। আর তার অনুপস্থিতিতে রোহিতের কাছে এসেছে বিশাল এই সুযোগ আর তিনি সেটাকে কাজে লাগিয়েছেন বেশ ভালোভাবেই।
নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল টি-২০ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ৭৬ ইনিংসে করেছেন ২২৮৫ রান করেছেন তিনি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম