বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যার অলরাউন্ডার পারফরম্যান্স এর কারণে বাংলাদেশ জিতেছে অনেক ম্যাচ। কিন্তু আইসিসির দেয়া নিষেধাজ্ঞার কারণে এক বছর খেলতে পারবেন না কোন ক্রিকেট। আর সেটা মেনে নিতে পারছেন না সাকিবের ভক্তরা।
আর তাই ভক্তরা প্রতিদিনই আইসিসির নিষেধাজ্ঞার প্রতিবাদ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মানববন্ধন ও রাস্তা অবরোধ করছেন। আর তাই এবার ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিলেন সাকিব আল হাসান।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘শুরুতেই বলতে চাই, এই খারাপ সময়ে সকল ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও যে নিঃসার্থ সমর্থন, ভালোবাসা নিয়ে আমার ও আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শেষ কয়েকদিনে দেশের হয়ে মাঠে নামার গুরুত্ব আরো ভালোভাবে অনুধাবন করতে পেরেছি।’
ভক্তদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে সাকিব আল হাসান লিখেছেন, ‘আমার উপর শাস্তি আরোপিত হওয়ায় ক্ষুব্ধ সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধরে শান্ত থাকার অনুরোধ করছি।’
বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই আইসিসি আকসুর পুরো তদন্তই ছিলো অত্যন্ত গোপনীয় এবং আমার উপর শাস্তি হওয়ার মাত্র কয়েকদিন আগে আমি বিসিবিকে জানাই। দেরিতে জানলেও এমন পরিস্থিতিতে বিসিবিই আমাকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে। তাই, বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
নিজের দোষ স্বীকার করে তিনি বলেছেন, ‘যারা এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন, সবাই কে ধন্যবাদ। মনে রাখতে হবে, পুরে বিষয়টি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে। যেহেতু এই সময়ে আমি আমার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারিনি তাই আমিও আমার উপর আরোপিত শাস্তি মাতা পেতে নিচ্ছি।’
তিনি আরো লিখেছেন, ‘২০২০ বাংলাদেশের হয়ে আবার মাঠে নামার কথা ছাড়া এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না। ততদিন পর্যন্ত আপনাদের দোয়া আর প্রার্থনায় আমাকে রাখবেন বলেই আশা করছি। ধন্যবাদ।’
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম